আমাদের কথা খুঁজে নিন

   

টেকি পাঠশালাঃ পুরাতন টি-শার্ট থেকে ব্যাগ তৈরি, মাত্র ১০ মিনিটে

দ্রিমু য্রখন ত্রখন স্রবট্রাতেই দ্রিমু যেসব জিনিস লাগবেঃ ১। টি-শার্ট (M অথবা L সাইজের) ২। কলম বা মার্কার ৩। কাঁচি ৪। সুই-সুতা (সেলাই মেশিন হলে ভালো হয়) যেভাবে করতে হবেঃ টি-শার্টটি টেবিল বা সমতল জায়গায় রেখে টি-শার্টটির উভয় হাতার অংশ কেটে নিন।

লক্ষ্য রাখুন হাতার অংশের সেলাইটি যেন কেটে না যায়। এরপর টি-শার্টটির গলার অংশে অর্ধ-বৃত্তাকার ভাবে কলম বা মার্কার দিয়ে দাগ দিন। (এ জন্য খাবারের প্লেট ব্যবহার করা যেতে পারে ) এবার দাগ বরাবর কেটে নিন। এবার টি-শার্টটির ভেতরের দিক বাইরে এনে (উল্টো করে) এর নিচের অংশ সুই-সুতা দিয়ে সেলাই করে নিন। সময় বাঁচাতে সেলাই মেশিন ব্যবহার করতে পারেন।

(অফটপিকঃ ছবির হাত দুইটা কিন্তু আমার না ) এই ব্যাগটির সুবিধাঃ ময়লা হলে সহজে পরিষ্কার করা যাবে, অনেকবার ব্যবহার করা যাবে, কাগজ বা পলিথিন ব্যাগের চাইতে অনেক শক্ত ও মজবুত। ==================== আরো কয়েকটি টেকি পোস্টঃ মাত্র ২ সেকেন্ডে টি-শার্ট ভাঁজ করা শিখুন (ভিডিও টিউটোরিয়াল সহ) বানিয়ে নিন জুতা/স্যান্ডেল র‌্যাক, একটু অন্যরকম করে টয়লেট পেপার থেকেই তৈরি করুন টিস্যু পেপার বক্স  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.