আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহিত ভাইদের জন্য কিছু ফ্রি টিপসঃ

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। ১. বউয়ের সাথে কখনও ঝগড়া-বিবাদে লিপ্ত হবেন না। হাসি-মুখে তার সকল আবদার পুরুন করার চেষ্টা করুন। ২. ছুটির দিনে বউকে নিয়ে কোথাও ঘুরে আসুন। বউকে সবসময় উপহার দিন।

৩. নিজের ভাই-বোনদের প্রতি যত্নবান হোন, তাদের সাথে ভাল ব্যবহার করুন। তাদের পড়ালেখার দিকে খেয়াল রাখুন। ৪. বিয়ের পর অনেকে নিজের ভাই-বোনদেরকে অবহেলা করে শালা-শালীদেরকে বেশী গুরত্ব দিয়ে থাকে। এই কাজটি করা উচিত নয়। ৫. প্রথমে আপনার বেকার ভাইকে চাকরী দিয়ে বা ব্যবসায় আর্থিক সহযোগিতা করুন তারপর শালাকে ও প্রতিষ্টিত করুন।

৬. নিজের মা-বাবাকে শ্রদ্ধা করুন ও শাশুর-শাশুড়ীকেও যথাযথ সম্মান করুন। কাউকে কষ্ট দিবেন না। ৭. বউকে যৌতুকের জন্য মারধর করবেন না, শাশুর বাড়ী থেকে কোন কিছু পাওয়ার আশা না করে নিজের উপার্জিত অর্থ দিয়ে সংসার চালান। হালাল উপার্জন করুন। ৮. কখনও বউয়ের সাথে মিথ্যা কথা বলবেন না, সব সময় সত্য কথা বলুন।

তাতে করে সত্যের জয় হবে। ৯. বউয়ের সামনে সিগারেট খাবেন না। কারণ বেশীর ভাগ বউরা সিগারেট পছন্দ করে না। ১০. বউকে সবসময় নামায-কোরআন শরীফ ও হাদীস শরীফ পড়তে বলবেন। অবসব সময়ে দুজনেই পড়াশুনা করুন।

১১. আপনার উপার্জিত অর্থ বউকে না দিয়ে আপনার মা-বাবার হাতে তুলে দিন। বউয়ের হাত খচরের টাকাটা প্রতিমাসেই বউয়ের হাতে দিয়ে দিবেন। কারন শাশুর-শাশুড়ীর কাছে টাকা চাইতে তারা লজ্জা করে। ১২. সংসারে কোন গুরত্বপূর্ন কাজ বা সিদ্ধান্তের প্রয়োজন হলে প্রথমে মা-বাবা তারপর বউকে ও শেয়ার করুন। সকলে মিলে সঠ্কি সিদ্ধান্ত নিন।

১৩. আপনার বৃদ্ধ মা-বাবাকে সেবা করতে বউকে নির্দেশ দিবেন। আপনার বাবা-মার বিরুদ্ধে কোন কথা বললে প্রশ্রয় না দিয়ে বাবা-মার সেবার ফজিলত সম্পর্কে জ্ঞান দিন। ১৪. বউয়ের সাথে আপনার বাবা-মা কোন অন্যায় আচরণ করলে বউকে ধয্য ধরতে বলুন। তাদের কথায় কষ্ট না নেয়ার জন্য অনুরোধ করবেন। ১৫. আপনি যেমন ফেইসবুক ব্যবহার করেন।

আপনার বউটিও ফেইসবুক ব্যবহার করতে পারে। অনাকাংখিত কিছু যাতে না ঘটে সেই দিকে খেয়াল রাখতে হবে। বউয়ের প্রতি আস্থা রাখুন। কোন দোষক্রটি ধরা পড়লে রাগারাগি না করে সুন্দরভাবে বুঝিয়ে সমাধান করুন। পরিশেষে----------------- আপনাদের বিবাহিত জীবন সুখের হোক--- যৌথ পরিবারে সবাইকে নিয়ে সুন্দর ভাবে বসবাস করুন--  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.