আমজনতার ভিড়ে একটি হঠাৎ চুমুর মতোই আমার আবির্ভাব
বিবাহিতা,
কঠিন কতগুলো জ্যামিতির ফাঁদে পড়ে গেছি যে !
তোমার শরীরে এতো জ্যামিতি কেন ?
আমি যতবার তলপেটে মাথা রেখে শুয়েছি,
ততবার দুটো পৃথিবীর পেছন বন্দী হয়ে গিয়েছি ।
আমি কাপুরুষের মতো ভোগে বিশ্বাসী নই,
অথবা ধ্বজভঙ্গদের মতো ত্যাগেই সুখী নই,
আমি পরিশ্রমী
আমি তোমার কাছে যখনই আসি,
তখন আমি চিরতরে বিজ্ঞানী ।
প্রতি রাতে তন্ন তন্ন করে যেভাবে আমি অনুসন্ধান করি,
পাশের বাসার ভাবিকে জিজ্ঞেস করে দেখো-
এলাকার ওই বুড়ো মহিলাকে জিজ্ঞেস করে দেখো-
গোটা জীবন পার হয়ে গেছে,
তবুও কেউ এসে আবিষ্কার করতে পারেনি,
ডান হাতের কড়ে আঙুলটাও যে চিৎকার করে কামনা করতে জানে !
আমি সারারাত ধরে,
ডিম লাইটের আলোয় খুঁজতে থাকি
ঈশ্বর প্রদত্ত স্বর্গ ছাড়াও
আরও একটি স্বর্গ লুকিয়ে আছে,
প্রতিদিন বিভিন্ন ঠিকানায় সেই স্বর্গের আবিষ্কার করি ।
বিবাহিতা,
আমি হারিয়ে যাবো না কখনো,
তোমায় পরিধি আর বিভিন্ন জ্যামিতিক জ্যা হিসেবে ছড়িয়ে রেখেছি
কেন্দ্রতে আমি স্থির বিন্দু হিসেবে ঘুমিয়ে আছি,
বিবাহিতা,
আমি ঘুমিয়ে নেই,
ঘুমের ভান ধরে আছি ।
সময়কালঃ ১১ই ফেব্রুয়ারি, ২০১৪
তখন রাত ১১:১৫
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।