আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহিত জীবনে সুখী হতে হলে

কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই। অল্প কথায় ১। ঘ্যানর ঘ্যানর করবেন না। ২। সঙ্গী বা সঙ্গিনীকে অধিকার করতে চাইবেন না।

৩। সমালোচনা করবেন না। ৪। আন্তরিক প্রশংসা করুন। ৫।

ছোটখাটো ব্যাপারেও মনোযোগ দিন। ৬। ভদ্রতা দেখান। ৭। বিবাহ সম্পর্কে ভাল বই পড়ুন।

স্বামী বা স্ত্রী নিচের প্রশ্নগুলোর উত্তর নিজেরা দেওয়ার চেষ্টা করে দেখলে উপকৃত হবেন: স্বামীর জন্য ১। মাঝে মাঝে স্ত্রীর জন্যে আপনি একগুচ্ছ ফুল নিয়ে আসেন? সেটা তার জন্মদিন, বিবাহবার্ষিকী বা অন্য যে কোন উপলক্ষ্যেই হোক? ২। অন্যের সামনে কখনো স্ত্রীর সমালোচনা করেন না তো? ৩। বাড়ির খরচ ছাড়া তাকে ইচ্ছেমত খরচ করার জন্য টাকাকড়ি দেন কি? ৪। তার মানসিক কোন অবস্হায় সহানুভূতি দেখান তো? ৫।

আপনার অবসর সময়ের অর্ধেকটা স্ত্রীর সঙ্গে কাটান কি? ৬। আপনার স্ত্রীর রান্নার সঙ্গে আপনার মা কিম্বা অন্য কারও তুলনা করেন কি? ৭। স্ত্রী বুদ্ধিবৃত্তি বই পড়া ইত্যাদিতে স্বাধীনতা দেন কি? ৮। ছোটখাটো ব্যাপারেও প্রশংসা করেন কি? স্ত্রীদের জন্য ১। আপনার স্বামীর কাজে পূর্ণ স্বাধীনতা দেন কি? ২।

আপনার গৃহকোণ আকর্ষণীয় করার জন্য চেষ্টা করেন কি? ৩। স্বামীর পছন্দসই আহার্য তৈরিতে চেষ্টা করেন কি? ৪। স্বামীর ব্যবসা বা কাজে সহায়তা করেন কি? ৫। আপনি অর্থকরী ব্যাপারে সহজেভাবে মেনে নেন? ৬। আপনি কি আপনার শাশুড়ি ও স্বামীর অন্যান্য আত্মীয়দের সঙ্গে মানিয়ে চলেন? ৭।

আপনি কি স্বামীর পছন্দসই পোশাক পরায় অভ্যস্ত? ৮। দৈনন্দিন খবর ধারণা ইত্যাদি সম্বন্ধে আপনি কি ওয়াকিবহাল থেকে স্বামীকে আনন্দ দান করেন? সূত্র: ডেল কার্ণেগী। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.