আমি কি হনুরে... ৩ ... ;)
আমার বউ মেয়ে হিসেবে খারাপ না, বেশ ভালই বলতে হবে। শুধু একটু জেদী, একটু রাগী, একটু ত্যাড়া, একটু দজ্জাল, একটু বেশি বুঝে (আমার ব্যাপারেও তার একই মতামত শুধু "একটু"র জায়গায় "অনেক" লাগায়া দিবে। ) তবে যে যাই বলুক মেয়েটা খারাপ না । ওহ্ যে গল্প বলার জন্য লিখতে আসলাম:
সেদিন ভোর পাঁচটার দিকে ঘুম ভাঙল, দেখি পাশে বউ নাই!! প্রথমেই খাটের তলে দিলাম চুঁকি, ঘুমের ঘোরে পইড়া টইড়া গেল কিনা!! দেখি ঐখানেও নাই... রুমের দরজা আটকানো তার মানে বাইরে যায়নাই। আরেকটু খুঁজা খুঁজি করে দেখলাম সে খাটের ঐপাশে মাটিতে কাঁথা বিছায়ে শুয়ে আছে... গিয়ে জিজ্ঞাসা করলাম "এ্যাই মাটিতে কি কর?" সাঁই কইরা ঢিলা দিয়া আমার হাত সরায়া দিল।
আবার গুঁতা দিলাম "কি হইসে?" এবার এমন কইরা গা ঝাড়া দিল যে আমি কোন মশা মাছি, তার উপর হামলায়া পড়সি !! যাই হউক, বউদের সময় অসময়ে লাই দেওয়া ঠিক না, পাত্তা না দিয়া গিয়া শুয়ে পড়লাম। ঘুমানোর সময় দেখি আমার মাথার নিচে ২টা বালিশ, এট্টু অবাক হইলাম, আমি ঘুমানোর সময় তো একটা বালিশ নিয়াই শুইসিলাম... ২টা আসলো কেমনে ?? আমি কখনো দুই বালিশে শুইনা... ঘুম লাগতেসিলো, ঠাস কইরা আবার ঘুমায় গেলাম ।
অফিসে সারাদিন বউ কোন ফোন করলনা, আমিও করলাম না । সে ১ সের রাগ দেখাইলে আমি সোয়া সের রাগ দেখাইতে পারি । বিকালে বাসায় গেলাম, গিয়া দেখি মাটিতে শুইয়া বউর ঠান্ডা লাইগা গেসে।
কাশাকাশি, হাঁচাহাঁচি, মাথা ব্যাথা, হাত ব্যাথা ইত্যাদি ইত্যাদি। আমি এট্টু হালক জুক করার ট্রাই করলাম "এট্টু মাটিতে শুইস, তাতেই এই কেইস... হেহ হেহ হেহ "। আরেক্টু কিছু বলতাম, এক্সপ্রেশান দেইখা আর সাহস করলাম না।
ইফতারের পর অনেক কষ্ট করে যা জানা গেল তা শুইনা আমারই আক্কেল গুড়ুম! আমি নাকি ঘুমের মধ্যে বউয়ের মাথার বালিশ কাইড়া নিসি ... আমি বললাম "তো তো তুমি বাধা দিলানা ক্যান??? জোর দিয়ে ধরে রাখতা!!" বলল "শরীরের সব শক্তি দিয়া ধরে রাখসিলাম, কিন্তু এই হাতির সাথে কি পারা যায়?? [ ]" তার নাকি অনেক মাথা ব্যাথা করতেসিল ঘুমের আগে, কষ্ট করে ঘুমাইসে, তার মধ্যে আমার এই কাণ্ড!! তাই এই রাগ ভুলে যাওয়া যাবেনা...আমার বিচার হবে... হ্যান ত্যান (অনেক কথা বলসে, আমি খিয়াল কইরা শুনি নাই)। আমি জীবনে ঘুমের মধ্যে অনেক কিসু করসি: লাইত্থা লাত্থি, পায়ের দিকে মাথা দিয়া ঘুইরা যাওয়া, ঘুমের ঘোরে বাথরুমে গিয়া মগ-বদনা হাতে নিয়ে বেডরুমে চইলা আসা, ঘুমের ভিতরে দশ মিনিট খোশ গল্প কইরা পরের দিন ব্যালেন্স চেক, তারপর "ঘুমের সময় কে আমার ফোন থিকা কথা কইসে???" বইলা চিৎকার চেঁচামেচি করা, ঘুমের মধ্যে কথা বলা যা শুইনা আমার বাপ ভাবত আমি রাতে বিরাতে কি না কি করি ফোনে ....... প্রভৃতি।
কিন্তু কোন দিন বালিশ টাইনা নিয়া গেসি, এরকম হয়নাই... । এনিওয়েইস, দেয়ারস আ ফার্স্ট টাইম ফর এভরিথিং
গতকাল "রঙ" থেকে বউকে একটা ঝাক্কাস শাড়ি কিনে দিসি, রঙের এবারে বেস্ট কাজগুলার একটা। দোকানের সেলস ম্যানরা অবশ্য বলতেসিলো এটাই নাকি এবার বেস্টেস্ট শাড়ি, পরে আসছে এবং ক্যাটালগেও আসেনাই এখনো। বউ শাড়ি খুবই পছন্দ করসে। বাঁইচা গেসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।