শিরোনামহীন.....
(... সানাই এর সুর ...এই বিয়ের ১০ বছর বাদে যা হলো, তাই নিয়ে গান )
আমার আছে রাগ আর তোমার আছে কান্না,
আমার আছে গান আর তোমার আছে রান্না।
তোমার চাই চিঠি আর আমার চাই ফোন,
আমার চায় মুক্তি তোমার বন্ধন ।
তোমার সন্গে আমার অনেক কিছুই মেলে না (২),
কিন্তু তোমায় ছাড়া আমার জীবন চলে না। ।
তোমার সন্গে আমার অনেক কিছুই মেলে না
কিন্তু তোমায় ছাড়া আমার জীবন চলে না।
।
আমার চাই পথ আর তোমার চাই বাড়ী,
আমার চাই বই আর তোমার চাই শাড়ি।
তোমার আছে ডায়েট আর আমার আছে মিষ্টি,
আমার চাই শীত আর তোমার চাই বৃষ্টি ।
তোমার চাই সিরিয়াল আর আমার চাই খেলা,
আমার চাই ফিল্মফেস্ট তোমার বইমেলা।
তোমার আছে শপিং আর আমার আছে কাজ
আমার আছে তাড়া আর তোমার আছে সাজ।
তোমার সন্গে আমার অনেক কিছুই মেলে না (২),
কিন্তু তোমায় ছাড়া আমার জীবন চলে না। ।
তোমার সন্গে আমার অনেক কিছুই মেলে না
কিন্তু তোমায় ছাড়া আমার জীবন চলে না। ।
হে.. আমার আছে নেশা আর তোমার আছে বারণ ,
তোমার আছে অভিযোগ আমার আছে কারণ।
আমার আছে ঘুম আর তোমার আছে কথা ,
আমার আছে বিশ্রাম আর তোমার ব্যস্ততা।
তোমার আছে স্বপ্ন , আমার আছে ভয়,
আমার আছে হোঁচট খাওয়া , তোমার আছে জয়।
তোমার আছে প্ল্যানিং আর আমার পাগলামি...
আমার আছো তুমি আর তোমার আছি আমি...
আমার আছো তুমি বাবা তোমার আছি আমি..
হে আমার আছো তুমি বাবা তোমার আছি আমি..
হে আমার আছো তুমি বাবা তোমার আছি আমি..
তোমার সন্গে আমার অনেক কিছুই মেলে না
কিন্তু তোমায় ছাড়া আমার জীবন চলে না। ।
শিল্পী: প্রতীক মুখার্জী
লিণ্ক: http://www.mediafire.com/?wycyqhw4dje
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।