আমাদের কথা খুঁজে নিন

   

চোরের দৌড় বনাম পাহারাদারের দৌড়

স্বাগতম আমার ব্লগে গভীর রাতে এক বাড়িতে চোর ঢুকেছে। টের পেয়ে বাড়ির লোকজন হইচই শুরু করল। অবস্থা বেগতিক দেখে চোর বাড়ি থেকে বের হয়ে দে ছুট। চোরকে তাড়া করল বাড়ির পাহারাদার। সকালবেলা বাড়ির কর্তা ও পাহারাদারের কথোপকথন- কর্তাঃ চোর ধরতে পেরেছিলে? পাহারাদারঃ না হুজুর।

কর্তাঃ কেন? একটা চোরের সঙ্গে দৌড়ে পারলে না! পাহারাদারঃ হুজুর, আমি দৌড়াচ্ছিলাম চাকুরী বাঁচানোর জন্যে, আর চোর দৌড়াচ্ছিল জীবন বাঁচানোর জন্যে! চোরের দৌড়ের গতি তো আমার চেয়ে বেশিই হবে। শাহবাগে বেশি মানুষ জমায়েত হয়েছিল নাকি মতিঝিলে, এই প্রসঙ্গ অনেকেই তুলবে। শক্তি-সমর্থন কার বেশি, এসব বলবে। আপনাকে হরেক কিসিমের প্রশ্ন করবে। ঘাবড়ানোর কিছু নেই।

জামাতে ইসলামী (ওরফে হেফাজতে ইসলাম) মৃত্যুভয়ে শঙ্কিত। বাঁচার জন্যে মরিয়া হয়ে যাবে এটাই স্বাভাবিক। কপি-পেস্ট ফ্রমঃ http://www.muktokontho.com/mukto90/blog/4302 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.