আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা কার্যত বিচ্ছিন্ন: মুক্তিযুদ্ধের দিনগুলো: সময় মার্চ ১২, ২০১২

বিএনপির আগামীকালের সমাবেশ সামনে রেখে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে রাজধানীর সঙ্গে কার্যত সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সড়কে, বাস বন্ধের পাশাপাশি নৌপথও বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া নাশকতা এড়াতে জেলায় জেলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

মুন্সিগঞ্জ: বিরোধী দলের মহাসমাবেশ ঘিরে মুন্সিগঞ্জ থেকে ঢাকার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া ঘাটে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভবেরচরসহ কয়েকটি স্থানে হাইওয়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। এ কারণে এই দুই মহাসড়ক দিয়ে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রয়েছে। সাভার: ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ সকাল থেকে বাস চলাচল প্রায় বন্ধ রয়েছে। পর্যাপ্ত বাস চলাচল না করায় চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।

স্থানীয় পুলিশ ও পরিবহনশ্রমিকেরা জানান, আজ সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের উদ্দেশে ছেড়ে যায়নি। এসব অঞ্চল থেকেও কোনো বাস ঢাকায় ঢোকেনি। মহাসড়কগুলোতে দু-একটি বাস চলাচল করলেও সেগুলো ঢাকার অদূরে যাত্রী নামিয়ে দিয়ে আবার ফিরে আসছে। ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রতিটি বাসস্ট্যান্ডেই যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। এসব যাত্রী ট্রাক অথবা বিকল্প কোনো যানবাহনে করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে।

চাঁদপুর: চাঁদপুরের সঙ্গে ঢাকার সব ধরনের লঞ্চ ও বাস চলাচল আজ দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। সকাল সাড়ে আটটায় চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে কোনো লঞ্চ দেখা যায়নি। শুধু ঢাকাগামী নয়, নারায়ণগঞ্জগামী লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে। অধিকাংশ লঞ্চ বিকল্প মাদ্রাসা লঞ্চঘাটে অলস বসে থাকতে দেখা গেছে। সকাল নয়টার দিকে চাঁদপুর বাস টার্মিনালে গিয়ে একই দৃশ্য দেখা যায়।

এ সময় উভয় জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। তবে লঞ্চের টিকিট কাউন্টার খোলা থাকলেও যাত্রীদের উপস্থিতি ছিল খুবই কম। বাস টার্মিনালে টিকিট কাউন্টার বন্ধ ছিল। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন জানান, ১২ মার্চের নাশকতা এড়াতে শহরজুড়ে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাদারীপুর: আজ সকাল থেকে মাওয়া-কাওরাকান্দি নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদুল ইসলাম ও শিবচর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল কাওরাকান্দি ঘাটে অবস্থান করছে। এদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনির ভুরঘাটা, মাদারীপুরের মস্তফাপুর ও শিবচরের কাওরাকান্দি ঘাটের কাছে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশি তল্লাশির কারণে ওই মহাসড়কে যানবাহন চলাচলে স্থবিরতা সৃষ্টি হয়। কুষ্টিয়া: আজ সকাল থেকে ঢাকার সঙ্গে কুষ্টিয়ার বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকায় চলাচলকারী কয়েকটি দূরপাল্লার গাড়ির কাউন্টার ব্যবস্থাপক বলেন, ঢাকা থেকে রাতে কোনো বাস কুষ্টিয়ায় আসেনি। সে জন্য সকাল থেকে কোনো বাস ঢাকায় যায়নি। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় থেকে ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকেই মহাসড়কের সরাইল কুট্টাপাড়া মোড় ও বিশ্বরোড মোড়ে ভোর থেকে বিপুল পরিমাণ পুলিশ অবস্থান করছে। বিভিন্ন টিকিট কাউন্টারও বন্ধ রাখা হয়।

এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্বাস উদ্দিন ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন প্রথম আলো অনলাইনকে বলেন, যানবাহন ঢাকায় যেতে বাধা দেওয়া হচ্ছে না। তবে অতিরিক্ত যাত্রী যেন না ওঠে, সে জন্য তল্লাশি চালানো হচ্ছে। পাবনা: নাশকতার আশঙ্কায় পাবনা থেকে ঢাকাগামী বাস চলাচল আজ সকাল থেকে বন্ধ করে দিয়েছে জেলা মোটর মালিক সমিতি। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মোটর মালিক সমিতির সভাপতি বেবী ইসলাম বলেন, বিএনপির সমাবেশ উপলক্ষে নাশকতার আশঙ্কা করা হচ্ছে।

এ ধরনের কর্মসূচিতে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাই নিরাপত্তার জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বাস চলাচল শুরু হবে। বাগেরহাট: বাগেরহাটের সঙ্গে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের বাস চলাচল বন্ধ রয়েছে। বিএনপির মহাসমাবেশ সামনে রেখে বাসমালিকেরা তাঁদের বাসগুলো বন্ধ করে দিয়েছেন বলে সংশ্লিষ্ট পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানিয়েছেন।

হঠাত্ করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এসব সড়কে চলাচলকারী কয়েক হাজার সাধারণ যাত্রী দুর্ভোগে পড়েছে। কৃতজ্ঞতায়: প্রথম অালো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.