আমাদের কথা খুঁজে নিন

   

পদত্যাগের মতো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘দেশে এমন কোনো ঘটনা ঘটেনি, যার জন্য আমাকে পদত্যাগ করতে হবে। আমি মনে করি, সঠিকভাবেই কাজ করছি। প্রধানমন্ত্রী যদি বলেন সঠিকভাবে কাজ করছি না, তখন এক মিনিটও থাকব না। ’ আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ঢাকায় কাল সোমবার বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, ‘সরকার আতঙ্কে নেই, জনগণ আতঙ্কে আছে।

এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ’ নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। সমাবেশে কোনো ধরনের নাশকতা না করার জন্যও তিনি বিরোধী দলের প্রতি অনুরোধ জানিয়েছেন। বিরোধী দলের কর্মসূচি সামনে রেখে যান চলাচলে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘সাংবাদিক ভাইরাই এ কথা বললেন; কিন্তু লঞ্চ, বাস বা হোটেলের মালিকদের কাছ থেকে এ ধরনের কথা বলা হয়নি।

’ (প্রথম আলো) লিন্ক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.