আমাদের কথা খুঁজে নিন

   

সৈয়দ আশরাফের পদত্যাগের গুজব

যে যায় লংকায়, সে হয় রাবন ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজআরডি মন্ত্রী হিসেবে সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের একটি খবর ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে একাধিক মিডিয়ায় সৈয়দ আশরাফের পদত্যাগের খবর প্রকাশ হয়। তাতে সূত্রের বরাত দিয়ে বলা হয় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মালদ্বীপ যাবার আগেই পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রী এই পদত্যাগ পত্র গ্রহণ না করলেও সৈয়দ আশরাফ তার সিদ্ধান্তের ব্যাপারে অটল রয়েছেন এবং সরকার ও দলের সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন। সরকার পরিচালনা ও দলের নীতি নির্ধারণের মৌলিক বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে মতপার্থক্য দেখা দেয়ার কারণে সৈয়দ আশরাফ পদত্যাগ করেছেন বলে ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে খবরটি প্রচার করা হয়। দ্রুত তা হয়ে ওঠে টক অব দ্য টাউন। তবে দলের পক্ষ থেকে বলা হয়েছে এটি নিতান্তই গুজব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.