আমাদের কথা খুঁজে নিন

   

পদত্যাগের খবর গুজব, দাবি হানিফের

শনিবার একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ অক্টোবর তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিশেষ সহকারী মাহবুব-উল আলম হানিফকে পদত্যাগ করে এলাকায় গিয়ে জনমত যাচাইয়ের পরামর্শ দিয়েছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে দলীয় প্রার্থিতা বাছাই করা নিয়ে হানিফের ওপর ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী ওই নির্দেশ দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে জানতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “দৈনিক সমকালে এরকম একটা গুজব সংবাদ বেড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কথা প্রসঙ্গে বলছিলেন দলের সাংগঠনিক কর্মকাণ্ড ভালভাবে করার জন্য পদত্যাগ করলেই ভালো; বিষয়টি সেই পর্যন্তই সীমাবদ্ধ।



এখন পর্যন্ত বিষয়টিকে গুজব হিসাবেই দেখছেন বলে জানান তিনি।
এদিকে হানিফকে নিয়ে ওই সংবাদটি শনিবার কুষ্টিয়ায় ছিল আলোচনার বিষয়। কয়েক ঘণ্টার মধ্যে কুষ্টিয়ায় ওই পত্রিকার কপি ফুরিয়ে যাওয়ায় অনেক পাঠকই তা অনলাইন সংস্করণ থেকে সংগ্রহ করেন। দলের কেউ কেউ প্রতিবেদনটি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও আলাপ আলোচনায় অনেকের মাঝেই স্বস্তি দেখা গেছে।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও পৌর মেয়র আনোয়ার আলী বলেন, “অনেক দেরিতে হলেও নেত্রী যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা সঠিক সিদ্ধান্ত।

তবে এ সিদ্ধান্ত আরো আগেই নেয়া উচিৎ ছিল। ”
অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি সংসদীয় আসন কুষ্টিয়া-১ এর সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সভাপতি আফাজ উদ্দিন আহমেদ।
অবশ্য তিনি বলেছেন, “দলের কর্ণধার সভাপতি ও প্রধানমন্ত্রী যদি কোন বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে তিনি সব বিষয় বিবেচনা করে যেটা সঠিক মনে করেছেন সেটাই সিদ্ধান্ত নেবেন। ”
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আজগার আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান বলেন, “আসলে আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগই।

কিছু অতি উৎসাহী আওয়ামী লীগার এই সংবাদকে রঙচঙ লাগিয়ে মুখরোচক আলোচনায় মেতেছেন। একটি দলের সাংগঠনিক আলোচনায় নানাবিধ বিষয় উঠে আসতে পারে। তাই বলে সব কথাকে সিরিয়সলি নেয়ার কিছু নেই। ”
পদত্যাগ করার পরামর্শের সংবাদটিকে ভিত্তিহীন গুজব হিসেবই দেখছেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.