ঝামেলা ভাল লাগে না মানুষ চিকিৎসা নিতে ‘অমানুষ’দের কাছেই যাবে
সাংবাদিক হবার বিশাল সুবিধা , নিজের মত করে ইচ্ছে হলেই লিখে ফেলা যায় । রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে বেশ কিছুদিন আগে প্রথম আলো এর উপ্সম্পাদকীয় তে একটা লেখা ছাপা হয়েছিল ... অবশ্যই নেতিবাচক । তখন আমি সেখানে কাজ করতাম । খুবই আবাক হয়েছিলাম এটা দেখে যে , কেউ একজন ঢাকা থেকে একদিন রাজশাহী গিয়ে কিছু সময় থেকে পরের দিন একটা জাতীয় দৈনিক এ বিশাল একটা লেখা লিখে ফেলতে পারে । একটা মেডিকেল কলেজ কিংবা একটা হাসপাতাল কিভাবে চলে তা বুঝার জন্য একদিন সময় আমার কাছে খুব কম মনে হয়েছে ।
মশিউল আলম ভাইকে বলবো আপনি যে কোন একটা হাসপাতাল এ একজন ডাক্তার কি করে , ক্কতটা সময় কাজ করে, কতটা সময় নষ্ট করে , রোগীরা সেবা পায় কি না , দিনে কত রোগী ভর্তি হয় , কতজন ভাল হয় , কতজন বিনা চিকিতসায় মারা যায় , রোগীরা কেন সন্তুষ্ট হয় না , ডাক্তার রা কেন চিকিতসা দিয়ে সন্তুষ্ট হতে পারে না এবং ডাক্তারদের আর কি করলে মানুষ ভাল সেবা পাবে তা নিয়ে কাজ করুন । সব সমস্যা বের করতে আপনার নিশ্চয় একমাস বা এর চেয়ে বেশি সময় লাগবে । পারবেন করতে?
মিজানুর রহমান স্যার যে কথা বলেছেন তাতে ডাক্তার দের অবশ্যই খারাপ লাগবে , এবং প্রতিবাদ আসবে কারণ আমার মতে সরকারি হাসপাতাল গুলতে ডাক্তার রা যে অমানুসিক পরিশ্রম করে তা আর খুব কম পেশাজীবী মানুষই করে (সম্ভবত পুলিশও এ এরকম ভাবে ডিউটি করে , তাদের স্মন্ধেও মানুষের ধারনা খারাপ ) ।
কারো কর্মস্থলে গিয়ে এরকাম আবেগী এবং অপমান জনক মন্তব্য করা অনেকের কাছে ভালো লাগতে পারে কিন্তু যাদের স্মন্ধে করা হচ্ছে তাদের খারপ লাগতেই পারে । তাদের কিছু বলার থাক্তেই পারে ।
মিজান স্যার কে একটি আনুরধ করবো
" স্যার , আপনি আমাদের দেশের মানবাধিকার কমিশন এর চেয়ারম্যন , পারবেন র্যাব এর অফিসে গিয়ে , বা ক্রস্ফায়ার এর শিকার কোন পরিবারে গিয়ে এমন আবেগী মন্তব্য করতে ? "
ডাক্তার এবং রোগী নিয়ে এসব আলচনার আগে একটা ব্লগ লিখেছিলাম , সেটার লিওঙ্ক দিলাম ;
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।