আমাদের কথা খুঁজে নিন

   

আমার গুরুত্বপূর্ন কিছু স্টিল ছবির করাপটেড হয়ে যাওয়া, সেগুলির রিকভার করার জন্য সহায়তা কামনা এবং সহায়তাপ্রাপ্তি

জনারণ্যে নির্জনতায় আক্রান্ত। নির্জনতাই বেশী পছন্দ, নিজের ভেতরে ডুবে থাকতেই ভাল লাগে। কিছুটা নার্সিসিস্টও। (এই পোস্টটির কন্টেন্ট এ যা আছে তা একান্তই আমার সমস্যা। কিন্তু সমাধান হিসেবে যা আছে সেটা অনেকেরই কাজে লাগবে তাই পূর্বঘোষনার পরও পোস্টটি না মুছে রেখে দিলাম।

নাফিস ইফতেখার এর কমেন্টগুলিই পোস্টের সবকিছু, সাথে নিদাল এর কমেন্টগুলিও গুরুত্বপূর্ন) টেকি ভাই/বোনেরা কে কোথায় আছেন আমাকে একটু সাহায্য করতে পারেন ? আমার ব্যক্তিগত কিছু ছবির বড় অংশই করাপটেড হয়ে গেছে। ছবিগুলি যখন Thambnails অপশনে থাকে তখন দেখা যায় ছোট স্ট্যাম্প আকারে। কিন্তু ডাবল ক্লিক করে নর্মাল সাইজে এনে দেখতে চাইলে Drawing Failed এই কথাটা আসে। টোটাল ছবির সিংহভাগই এই অবস্থায় আছে। আবার কিছু কিছু ছবি অর্ধেক অংশ দেখা যায় আবার বাকী অংশ দেখা না গিয়ে উদ্ভট শেড আসে।

সামান্য কিছু ভাল আছে। কিভাবে জানি কি হয়ে গেল। প্রথম যখন ছবিগুলি তুলে কম্পিউটারে ট্রান্সফার করি তখন ভাল অবস্থায় ছিলো। কিছু ছবি প্রিন্টও তখন করেছিলাম। এগুলি প্রায় ৫ বছর আগের ছবি।

স্যামসাং ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি। কেউ আমাকে এই দুঃখজনক অবস্থা থেকে মুক্তি দিতে পারেন ? আমার ছবিগুলি উদ্ধার না করতে পারলে খুব কষ্ট লাগবে। সবছবি না হোক কিছু ছবিও যদি উদ্ধার করতে পারি তাহলে চিরকৃতজ্ঞ থাকবো...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.