বর্তমান সময়ে লাইম লাইটে আসার চেষ্টাকারী একজন মুফতী (মুফতী মীযানুর রহমান সাঈদ) একটি বই লিখেছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর উপর । এই বইয়ে তিনি কয়েকজন পীরকে ভন্ড বলেছেন । তন্মদ্ধে একজন ভন্ড না এই বিষয়ে আমি যথেষ্ঠ নিশ্চিত । তিনি হচ্ছেন মানিকগন্জের পীর সাহেব । বইটি পড়ার পর ( লাইম লাইট ) মুফতী সাহেবকে (মুফতী মীযানুর রহমান সাঈদ) ফোন করা হলো ।
তখন মুফতী সাহেব বল্লেন, আসলে দেখেন মানিকগন্জের পীর সাহেবের আমলগত কোন দোষ- ত্রুটি নেই তবে আক্বীদাহ্গত কিছু দোষ রয়েছে । আক্বীদাহ্গত কী দোষ রয়েছে তা জানতে চওয়ার পর তিনি বল্লেন, মানিকগন্জের পীর সাহেবের কোন একটা বইয়ে কী একটা ভুল কথা লেখা আছে । তার কাছে বইয়ের নাম জানতে চাইলে তিনি বলেন বইয়ের নাম বলতে কিছু দিন সময় লাগবে । দুই সপ্তাহ পরে তাকে ফোন করা হলে তিনি বলেন বইয়ের নামটা এখনও জোগাড় করা সম্ভব হয়নি । মুফতী সাহেব আরও একজন হুজুরের নাম উল্লেখ করে বলেন যে ঐ হুজুর মানিকগন্জের পীর সাহেবের কাছে গিয়েছিলেন তাঁর (মানিকগন্জের পীর সাহেবের) ভুল ভাঙ্গানোর জন্য ।
পরে ঐ হুজুরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি কখনও কোন কারনে মানিকগন্জের পীর সাহেবের কাছে যাননি । সুতরাং কথা কী দাঁড়াল ? কে মিথ্যুক ? আর কে ভন্ড ?
এইবার আসি মূল কথায় । আমরা হচ্ছি সাধারণ মানুষ অর্থাৎ দ্বীনি আলেম না । আমরা চেষ্টা করি ধর্মীয় পুস্তক পড়ে বা কোন ভাল মানুষের কথা শুনে জীবন পরিচালনা করতে । কিন্তু এইসব মুফতী সাহেবানরা যদি এই রকম মিথ্যা ও মনগড়া কথা দিয়ে বই লেখেন যেইসব লেখনীর পেছনে দলীল-প্রমাণ দিতে অক্ষম হন তাহলে ঐ সব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কথার উপর বিশ্বাস করে আমরা বিপদে পড়ে যাব ।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে এই ধরনের ভিত্তিহীন বইয়ের লেখকদের অনিষ্ট থেকে রক্ষা করুন । । । । আমীন ।
। । । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।