"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
এবার আসি কিছু নীতিবান মেয়েদের কাছে। তারা কি ভাবছে।
এটা আসলেই একটা গুরুত্বপূর্ন বিষয়!
১মজন: কোন স্যারের পার্সোনালিটি থাকলে অন্য স্যারের কথায় এভাবে সার্কট্যুরে আমাদের সাথে না যাওয়ার সিদ্ধান্ত নিতো না। আমি মনে মনে বললাম, তুমি যা বলছ তা তো তোমার কথা না, ছেলেদের কথা। তোমার ভাই পার্সোনালিটি্ বা ইনডিভিজুয়ালিটি কই?(খাইয়ালামু)
২য় জন: ফার্স্ট ইয়াররা যা বেয়াদব।
আমি বললাম, ওরা কই বেয়াদব? বেয়াদব তো সেকেন্ড ইয়ার রা। সে খুব বিরক্ত হল। আমি বললাম, সেকেন্ড ইয়ারদের রেগের জন্য শাস্তি হয়েছে, তারা তো নেচে গেয়ে বেড়াচ্ছে তো আমাদের কি?! সে এবার অত্যন্ত বিরক্ত হল এবং বলল, তুমি যা জানো না তা নিয়ে কথা বলো না।
শুরু হয়ে গেল ঝগড়ার ১ম ধাপ কিন্তু আমি ধাপ শেষ না করেই পালালাম। (বাঁচাওওও)
এবার আমি একটু সাবধানী
৩য় জন: ফার্স্ট ইয়াররা যা বেয়াদব! দেখেছো খেলতে যাচ্ছে।
আমি বললাম,ফার্স্ট ইয়াররা বেয়াদব তবে সেকেন্ড ইয়ারদের থেকে কম। ফার্স্ট ইয়ারদের ব্যাকআপ আছে স্যাররা তাই তারা বেয়াদবি করে কিন্তু সেকেন্ড ইয়াররা দোষ করার পরও কোন অনুশোচনা বা দোষী মনে করে না। (এও বিরক্ত আমার উপর)(আম্মাআআ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।