মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।
এখনকার জনপ্রিয় একটি এন্ড্রয়েড গেম আয়রন ম্যান ত্রি অফিশিয়াল কিভাবে আপনার এন্ড্রয়েডে ডাটা বাচিয়ে সেটাপ দিবেন তা মোবাইল খুঁটিনাটির ফেসবুক পেজে শেয়ার করেছেন নুরে হাবিব । আপনাদের জন্য তা হুবহু তুলে দেওয়া হলঃ
আয়রন ম্যান থ্রি এর অফিসিয়াল অ্যান্ড্রয়েড গেম খেলেছেন? ইট'স ফ্রীকিং অসাম!
এটা যদিও গেমলফটের তৈরি, আপনি আপনার অ্যানড্রয়েডের জন্য গুগল প্লে থেকে ফ্রীই নামাতে পারবেন।
http://goo.gl/9mqhK
ওয়াইফাই কানেকশন নেই যাদের, তারা পিসিতে ডেটা নামিয়ে অ্যান্ড্রয়েড ফোনের মেমোরি কার্ডে ঢুকিয়ে খেলতে পারেন। এটা বেটার ওয়ে, কারণ গেমের ক্যাশ ডেটা ৫৭৮মেগার মত। নিচের ইন্সট্রাকশন ফলো করুনঃ
১) http://goo.gl/JQzgP এখান থেকে .apk ফাইলটা নামিয়ে ফোনে ইন্সটল করুন।
২) http://goo.gl/vUfZl এখান থেকে ক্যাশ ডেটা নামিয়ে "com.gameloft.android.ANMP.GloftIMHM" নামের ফোল্ডারটা মেমোরি কার্ডের Android ফোল্ডারের Obb সাবফোল্ডারের ভিতরে কপি করুন।
এখানে .apk ফাইলটা অফলাইন করা আছে।
যদিও ওয়াইফাই অন করতে বলতে পারে, তখন অন করে নিবেন। কোনো কানেকশন পাওয়ার দরকার নেই। আমি Walton G1 সেটে দিব্যি চালাচ্ছি।
_____________________
আমাদের সাথে শেয়ার করার জন্য জনাব হাবিবকে অনেক ধন্যবাদ।
গেমটির রিভিউ পোস্ট অচিরেই পাবেন মোবাইল খুঁটিনাটিতে।
অ্যাপসটির ব্যাপারে আপনাদের যেকোনো মতামত জানান আমাদের। এছাড়া মোবাইল বিষয়ক পোস্ট পড়তে এবং শেয়ার করতে এখনই যোগ দিতে পারেন মোবাইল খুঁটিনাটি তে। এবং এই পোস্টটির ব্যাপারে ভালো লাগা জানাতে ভুলবেন না। ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।