করলাম এডিট !! গত চার পাচ মাস যাবত আমি আইফোন ৪, ios 5.0, এবং firmware 04.11.08 ব্যাবহার করতেছি এবং আই স্টোর থেকেই এ্যাপস নামাচ্ছি। আমার ফোন ফ্যাক্টরি আনলকড। এখন এটা জেইলব্রেক করতে চাচ্ছি কিন্তু ভাল কোন ব্যাবস্থা/গাইড পাচ্ছি না জেইলব্রেক করার।কেউ কি বলতে পারবেন ios 5.0 জন্য আমাকে কোন সফটওয়্যারটার কোন ভার্সন ব্যবহার করতে হবে? আমি redsn0w 0.9.10b1 Jailbreak iPhone 4, 3GS Untethered On iOS 5.0.1 এটা ডাউনলোড করেছি। কিন্তু এ্যাপল তিন চার দিন আগে তাদের ios 5.1 ছেড়েছে। তো আমি 5.0.1 দিয়ে কি জেইলব্রেক করতে পারবো? আর যদি আমি জেইলব্রেক এর পরে কোন সমস্যায় পরি তাহলে কি আগে করে রাখা ব্যাকআপ থেকে রিস্টোর দিলেই কি হবে? নাকি ios 5.1 এ আপডেট করে দিব? অথবা আমাকে পুরো ios 5.0 কোন unverified site থেকে ডাইনলোড করে সেটা দিয়ে রিস্টোর করতে হবে? বাংলাতে যেসকল জেইলব্রেক গাইড পেলাম সবই পুরোন ios গুলোর জন্য। আশা করি এটা আমার সাথে সাথে আরো অনেক কেই সাহায্য করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।