সংখ্যা নয় যুক্তিই সবসময় সীদ্ধান্ত গ্রহনের পূর্বশর্ত কে ভালবাসে বাংলাদেশের ক্রিকেট ? তবে এটুকু জানি সাত ঘণ্টা রোদে দাড়িয়ে টিকেট কিনেছি । সে এক দুর্বিষহ যন্ত্রণা । তারপরও খেলা দেখবো । সিটি বাংকের চিটিং বাজি নিয়ে লিখবো ভেবেছিলাম । কিন্তু না ।
মুস্তফা কামালের ধৃষ্টতা আর আকরাম খানের যুগোপযোগী সিদ্ধান্ত দেখে প্রসঙ্গ পাল্টাতে বাধ্য হলাম ।
কামাল সাহেব আপনি আজ বিসিবির সভাপতি, আইসিসির সভাপতি হওয়ার স্বপ্ন দেখছেন । কিন্তু আপনি জানেন, কার অবদানে আজ আপনি ঐ চেয়ারে ? তিনি বাংলাদেশের ক্রিকেট এর উজ্জ্বল নক্ষত্র আকরাম খান । আজ তাকে আপনার জন্য প্রধান নির্বাচকের পদ ছেড়ে দিতে হয়েছে । মনে পরে, ১৯৯৭ সালের আইসিসি ট্রফির নেদারল্যান্ড এর বিপক্ষের ম্যাচের কথা ? কিভাবেই না বুক চিতিয়ে লড়াই করেছিলেন আকরাম ।
ও ম্যাচ যদি বাংলাদেশ হেরে যেত তাহলে আমাদের অবস্থান এখানে আসতো কিনা সন্ধেহ আছে । আর তাহলে আপনারও ঐ চেয়ারে বসা হত না । আপনার টাকা আছে তাই ওখানে বসেছেন , কিন্তু আকরাম খান তার যোগ্যতা বলে আজকের অবস্থানে । তিনি এযাবৎ বাংলাদেশের সেরা অধিনায়ক , সেরা ব্যাটসম্যান । তার হাত ধরেই তো চলছে আমাদের ক্রিকেট ।
কিন্তু তিনি আজ প্রধান নির্বাচকের পদ ছেড়েছেন । তাই বলে বাংলাদেশের ক্রিকেট থেকে দূরে থাকবেন না । আপনি হয়তো ক্ষমতা ছাড়লেই হারিয়ে যাবেন , কিন্তু আকরাম খান ধ্রুব তারার মত জ্বলবেন যত দিন বাংলাদেশের ক্রিকেট থাকবে।
ক্ষমতার মোহ মানুষকে অন্ধ করে জানতাম । কিন্তু তাই বলে এতটা ! কামাল সাহেবের আইসিসির সভাপতি হওয়ার শখ ।
ভাল কথা । তিনি লবিং করতে পারেন । কিন্তু তাইবলে তিনি বাংলাদেশের ক্রিকেটারদের বলির পাঠা বানাবেন?
পাকিস্তান সফরে বাংলাদেশ যেতেই পারে, যদি নিরাপত্তা ব্যবস্থা ভাল থাকে । কিন্তু তিনি আইসিসির সভাপতি পদে সমর্থনের শর্তে বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠাতে পারেননা । কারণ , যদি কোন দুর্ঘটনা ঘটে যায় , যদি একটা খেলয়ারের ক্ষতি হয়ে যায় , তার দায়িত্ব কে নেবে? খেলোয়াড়রা হয়তো সফর বর্জন করতে পারত।
কিন্তু তিনি বাংলাদেশের এযাবত কালের সেরা ওপেনারকে বাদ দিয়ে বুঝিয়ে দিলেন তার কথা না শুনলে পরিনাম ভয়াবহ । এটা কি মানবতার বিরধি অপরাধ নয় । জানিনা আইন কি বলে ? কিন্তু আমাদের মত যারা সাত আট ঘণ্টা রোদে দাড়িয়ে বিসিবির তথা সিটি ব্যাংকের চিটিং বাজি ভেদ করে , পুলিশের লাঠি পেটা সয়ে টিকেট কেনে, যারা বাংলাদেশ ১০০ রানের নিচে অল আউট হলেও চিৎকার করে দেশকে সমর্থন দেয় , তাদের আদালতে তার ক্ষমা নেই ।
তাই কামাল সাহেবকে বলব, আপনি আইসিসির সভাপতি হওয়ার জন্য বাংলাদেশ দলকে পাকিস্তান পাঠাবেন না । নিরাপত্তা ভাল হলে আইসিসির নিরবাচনের পরে পাঠান ।
আকরাম ভাই কে ফিরিয়ে আনুন, তাঁকে স্বাধীনভাবে কাজ করতে দিন । এতে লাভবান হবে বাংলাদেশের ক্রিকেট ।
সবশেষে আকরাম ভাই আপনাকে ধন্যবাদ, আপনার সময়োপযোগী সিদ্ধান্তের কারনে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।