আমাদের কথা খুঁজে নিন

   

আক্রান্ত গজল// আবুহেনা মুস্তফা কামাল



ছিনতায় কারীর মুখের ওপরে এক্ টুকরো গজল ছুড়েঁ দিয়ে আমি চলে যেতে পারি; আমার পকেটে নেই বৈদেশিক মুদ্রা কব্জিতে নেই সোনার ঘড়ি,তবে? আর যদি এসব না থাকার জন্যে তার হাতের শীতল ছুড়ি ঝিকিয়েওঠে, বলবো অনায়াসে হৃৎপিন্ড বিদ্ধ করতে পারো কেননা সেখানে নতুন কোনো রক্তপাত ক্খনো হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।