তাশফী মাহমুদ
মোস্তফা জব্বারের টাইম শেষ তাই বেশি কাউলায়। আরে বেটা open source বুঝোনা? টাকা চাওার বেলায় তো ঠিকি চাইসো। আবার cyber crime বুঝাও?যারা অভ্রকে পছন্দ করেন তাদের অনেকেই বলছেন "মুস্তফা জব্বার পাগলামি করতেই পারে, কিন্ত আমরা কেন তাকে গালি গালাজ করে নিজের মুখ নষ্ট করব। তাই আসুন যুক্তি দিয়েই তাকে পরাস্ত করি............" আপনি কি এই বক্তব্বের সাথে একমত???জব্বার যদি যুক্তিই বুঝত তাহলেতো অভ্র নিয়া চ্যাচামেচি করত না,এই ছাগলের মাথায় বুদ্ধি নাই...তাই যুক্তি কিছুটা ভ্রান্ত হবে।
তারউপর গালাগালি করতে তো ভালই লাগে!!!জব্বাইরার তেল বাইর করার টাইম আসছে।
শালারে তো অরিজিনাল ডলা দেওয়া যাবে না,আসেন ভাই আমরা সবাই বিজয় বর্জন করে জব্বাইরার এতো তেল সব বাইর করে দেই। জনাব জব্বার একজন ধূর্ত, বাকপটু, স্বার্থপর, স্বল্পজ্ঞানসম্পন্ন ও অহংকারী ব্যক্তি, যার কোন যোগ্যতা নেই তথ্যপ্রযুক্তি নিয়ে কোন কথা বলার। এটা তাকে কাছে থেকে দেখার অভিজ্ঞতা থেকে বলছি। ইদানীং একটা কথা শুনা যাচ্ছে, যারা বিজয় ব্যভার করে অভ্যস্ত তাদের কথা মাথায় রেখে ইউনিবিজয় লেয়াউট বানানো হয়েছে নাম মাত্র ৮ টা key পরিবরতন করে। আর মুস্তফা জব্বার এইটাকে ই পেটেন্ট ভায়োলেশন বলছেন, আপনি এই বক্তব্বের সাথে কি একমত??????????????????"কুকুরের কাজ কুকুর করেছে কামর দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কাজ মানুষের শোভা পায়?"
মুস্তফা জব্বার পাগলামি করতেই পারে, কিন্ত আমরা কেন তাকে গালি গালাজ করে নিজের মুখ নষ্ট করব।
তাই আসুন যুক্তি দিয়েই তাকে পরাস্ত করি............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।