তথ্য জানার জন্য পোস্ট । তাই বেশি লম্বা করবো না ।
এক বড় ভাই জোর করে স্কাই লেনছারস এ একাউনট করে দিলো । ক্লিক করলেই টাকা । প্রতি ক্লিকে .০১ সেন্ট পাওয়া যায় ।
প্রতিদিন ১০০ ক্লিক করতে হয় । একাউন্টে log in করলে বিভিন্ন সাইট এর লিঙ্ক আসে । সেই লিঙ্ক এ ক্লিক করলে ৮ সেকেন্ড অপেক্ষা করতে হয় । তারপর আরেকটা ক্লিক । এইভাবে প্রতিদিন ১০০ ক্লিক ।
মানে প্রতিদিন ২৫ মিনিট সময় লাগে। সেই হিসাবে মাসে ৭৫০ মিনিট লাগে । আর একাউন্টে ৩০ ডলার জমা হবে । কিন্তু তিন মাস পর থেকে টাকা উঠানো যাবে।
কথা হছেছ এই কম্পানি কতটা বিশ্বাসযোগ্য ।
এতটা টাইম নষ্ট করে কি লাভ হবে , নাকি ৩ মাস পর কম্পানি উধাউ হয়ে যাবে ।
ব্লগের কেউ এর সঠিকতা জেনে থাকলে জানাবেন । প্লিজ ।
ধন্যবাদ । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।