হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়। গরু মেরে জুতা দান......প্রবাদ হিসাবে পড়েছিলাম ছোটকালে। বড় হলে এর মানে নিজের মত করে বুঝেতে চেষ্টা করতাম। বাস্তব জীবনের কোন কোন ঘটনার প্রেক্ষিতে মনে হতো এই ঘটনা বুঝাবার জন্যই বুঝি এই প্রবাদের জন্ম সম্প্রতি শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী দের সুদের অর্ধেক মাফ করেছে সরকার। আবারো প্রবাদটি স্ব-মহিমায় সামনে আসল। প্রবাদ টি কি খাটে এর বেলায়? আমার মনে হয় প্রবাদটি এখন এরকম হবেঃ একপাল গরু মেরে এক পাটি জুতার তলা দান!! একজন বিনিয়োগকারি হয়ত ৫ লাখ টাকা ঋণ করে বিনিয়গ করেছিল যে শেয়ারের এখন মুল্য ১ লাখ টাকা...মুলধন থেকেই হারিয়ে গেছে বাকি চার লাখ। সেটার খবর নাই...। হয়ত ২০হাজার টাকা সুদ হয়েছে তার থেকে ১০ হাজার মাফ পাবে সে! বাকী টাকাগুলো সরকারের স্নেহের ছায়ায় রাঘব বোয়ালরা মেরে দিল, তখন সরকার বাহাদুর ছিলেন ঘুমে, হয়ত তাদের টাকার একটি অংশ আবার ব্যাবহৃত হবে সামনের নির্বাচনে, আর সব হারিয়ে দিশেহারা ওরা কেউ আত্মহত্যা করবে, কেউ মাদকাসক্ত হবে, কেউ সন্ত্রাসি হবে......তাদের খোজ রাখবার কেউ থাকবেনা। ওরা হবে ফটকাবাজ আর তাদের টাকাগুলো দিয়ে বিলাসী জীবন যাপন করবে কেউ কেউ, দেশে কিম্বা বিদেশে, তাদের কে আমরা সকাল বিকাল সালাম করে যাব। কি বিচিত্র এই দেশ! কি গূণধর আমাদের সরকার!! কি সৌভাগ্যবান আমরা!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।