আমাদের কথা খুঁজে নিন

   

একপাল শুয়োর দেখলাম

বাধা মানিনা ঢাকার বাইরে যাচ্ছিলাম। ঢাকা-মাওয়া সড়কের হাসাড়া সামক স্থানের পরে এক জায়গায় দেখলাম প্রায় ৭০-৮০ টা শুয়োর একপালে কোথায় হেটে হেটে যাচ্ছে। কারো সাথে কারো মারামারি-কাটাকাটি নাই। সব চেয়ে বড় ব্যাপার হলো, ছোট শুয়োরগুলো বড়দের যথেষ্ট সম্মান করে পথ ছেড়ে দিচ্ছে। এমন না যে, বড় গুলো মেরে-কেটে ছোটদের শাসন করছে।

পারস্পরি ভ্রাত্তিত্ববোধ আর সহ-মর্মিতার মাধ্যমে নিজেরাই নিজেদের সমাজ ব্যবস্থাকে পরিপূর্ণ ও সু-শৃঙ্খল ভাবে পরিচালনা করছে। প্রাণী কুলের মধ্যে শুয়োরকেই মানুষেরা সবচেয়ে নিকৃষ্ট মনে করে। আর তাইতো মানুষেরা পরস্পরকে গালি দেওয়ার সময় শুয়োর বা শুয়োরের বাচ্চা বলে। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে পৃথিবীর সব চাইতে নিকৃষ্টতম প্রাণী কোনটি সেটা আর ভেবে চিন্তে বলার অবকাশ নেই। ঐ শুয়োর গুলোর চাইতে মানুষের অবস্থান এখন হাজার গুনে নিচে রয়েছে মানুষেরই কর্মের কারনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।