আমাদের কথা খুঁজে নিন

   

ফারাবী (দ্য মোষ্ট পপুলার ব্লগার অভ বিডি আফটার তিনকোণা)

। ব্লগিং করেন আর ফারাবী ভাইকে চিনেন না এমন ব্লগার খুব কমই আছেন। তিনি একাধারে সত্য প্রচারক, চটি লেখক, কবি এবং সমালোচক। তিনি হলেন সেই ব্লগার যিনি অর্ধদিন দ্বীন প্রচার করেন আর অর্ধদিন চটি লেখায় ব্যস্ত থাকেন তিনি হলেন সেই ব্লগার যিনি ব্লগিং জগতে বিবাহ প্রস্তাব প্রদানের শুভ সূচনা করেছিলেন। তিনি সেই ব্লগার যিনি কুরআন হাদীস আলোচনার ফাঁকে ফাঁকে পতিতালয়ের বিস্তারিত বিবরন দিতেন।

অনেকের কাছে তিনি একজন ছাগু হিসেবে পরিচিত। যদিও এখনো সরাসরি ধরা খান নাই। উনার বহুল আলোচিত বিবাহ প্রস্তাবের ঘটনাটি ঘটেছিল প্রথম-আলো ব্লগে। বিবাহ প্রস্তাব দেয়ার কারনে ফারাবী ভাইকে চক্রান্ত করে ব্যানও করা হয়। যার কারনে সব ব্লগে প্রতিবাদের ঝড় উঠে এই সেই প্রেম পত্র এরপর সামুও হাটে প্রথম-আলো ব্লগের দেখানো পথে।

ব্যান করে ফেলে আমাদের এই মহান ব্লগার কে। কারন পতিতালয়ের বিবরন দুই পর্ব লেখার পর মডূর চক্রান্তের স্বীকার হোন তিনি তাই বাধ্য হয়ে এখন তিনি আমার ব্লগে পতিতালয় সংক্রান্ত পোষ্টগুলি প্রসব করতেছেন। তার লেখনী এতই চমৎকার যে তা ছাপার অযোগ্য আসেন উনার পতিতালয় সংক্রান্ত শেষ দুটি পোষ্টের অংশবিশেষ এবং মন্তব্যগুলি পড়ি... বাংলাদেশের পতিতালয় গুলি সম্পর্কে কিছু কথা, ৩য় পর্ব পোষ্টের উল্লেখযোগ্য অংশঃ ব্যান খাওয়ার সমূহ সম্ভাবনা থাকার কারনে শেয়ার করতে পারলাম না উল্লেখযোগ্য মন্তব্যঃ যে মন্তব্যগুলো শেয়ার করা যায়। ঐগুলাই দিলাম ত্যক্ত বিরক্ত বলেছেনঃ ভালো কাজে মেধা ব্যয় করেন। এভাবে চলতে থাকলে আপনাকে তো পাবনায় পাঠাতে হবে অতি শীঘ্রই।

ফারাবী১৯২৪ বলেছেনঃ দেশে সরকার অনুমোদিত ৮ টি Brothel আছে। আমি এই গুলি কে নিয়ে লেখালেখি করার কারণে সামহোয়্যার ইন ব্লগ ক র্তৃপক্ষ আমাকে ব্যান করেছে। আমি সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাইছিলাম যে পুজিবাদী রাষ্ট্র কত খারাপ। সামান্য ১০০০ মেয়েকে পুনর্বাসন করতে পারে না। এদেরকে Brothel এ পাঠিয়ে দিয়ে তাদের দায়িত্ব শেষ করে দিল।

আর আসিফ মহিউদ্দীন যে প্রতিদিন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে ব্যঙ্গ করে, গালিগালাজ করে কই তাকে তো ব্যান করে না। তাইলে আমি কি অপরাধ করলাম ? আমি এর বিচার চাই। শারফুদ্দীন বলেছেনঃ ফারাবী, আপ্নেরে স্ক্রু পদ্ধতিতে **** দিতে হবে খচ্চর মারফত আমি বাঙ্গাল বলেছেনঃ ফারাবী, আপনি হয়ত কিছু একটা লিখতে চাচ্ছেন কিন্তু প্রকাশ পাচ্ছে আপনার অতৃপ্ত কামনা। আপনি সেটা বুঝতে অক্ষম। প্রতিক্রিয়া গুলি দেখে আপনি ভাবছেন সবাই নির্বোধ।

সবাইকে যখন নির্বোধ মনেহয় তখন নিজেকে আয়নায় দেখা উচিৎ। সমস্যাটা আসলে কার। ত্যক্ত বিরক্ত বলেছেনঃ পতিতালয়ে কি নামাজ পড়তে যায় বলে আপনার ধারনা ছিল এতদিন? প্রশ্নের নমুনা দেখলে মনে হয় একটা চড় মারি। আমার তো ধারনা এই ছেলে হিজড়া। যৌন ক্ষমতা নেই বলে এসব লিখে মজা পাচ্ছে।

একে ব্যান করা হোক। জিয়ন্ত বলেছেনঃ ভাই একটু মার্জিত হলে ক্ষতি কি? কনফিউজ বলেছেনঃ দালালি কতো করে নেন ? সরল মানুষ বলেছেনঃ এই বিকৃত রুচির লুইচ্চাটাকে ব্যান করা হোক পুরোকবি বলেছেনঃ বাব্বা, আপনিত দেখি একাধারে সমাজ সংস্কারক, চটি লেখক, ডান্ডামেন্টালিষ্ট আবার ফতোমোল্লা। আপনার আসল পরিচয় মানে কোনটাতে বেশি মজা পান, দয়া করে জানাবেন। ........................ ............ বাংলাদেশের পতিতালয় গুলি সম্পর্কে কিছু কথা, ৪ র্থ পর্ব পোষ্টের উল্লেখযোগ্য অংশঃ এই পতিতালয়গুলি বৃটিশদের করা। তারাই এই বিষ বৃক্ষ রোপন করে দিয়ে গেছে।

আফসোস আমরা এখন এই বিষ বৃক্ষ উচ্ছেদ করতে পারলাম না। অবিবাহিত যুবকদের বিয়ের ব্যবস্থা করে দিতে পারলেই এই বিষ বৃক্ষ আপনাআপনি উচ্ছেদ হয়ে যাবে। উল্লেখযোগ্য মন্তব্যঃ শামীম আহমেদ লস্কর বলেছেনঃ অবিবাহিত যুবকদের বিয়ের ব্যবস্থা করে দিতে পারলেই এই বিষ বৃক্ষ আপনাআপনি উচ্ছেদ হয়ে যাবে পাপী বলেছেনঃ অবিবাহিত যুবকদের বিয়ের ব্যবস্থা করে দিতে পারলেই এই বিষ বৃক্ষ আপনাআপনি উচ্ছেদ হয়ে যাবে ফারাবিরে, আর বিনোদন চাই না। এবার থাম না ... দ্রোহের মন্ত্র \m/ বলেছেনঃ ফারাবি, মগবাজারে কি এখন ঠিকমতন সার্ভিস দিস না ? টিটো হাসান বলেছেনঃ অবিবাহিত যুবকদের বিয়ের ব্যবস্থা করে দিতে পারলেই এই বিষ বৃক্ষ আপনাআপনি উচ্ছেদ হয়ে যাবে। ভাই খাইচচত জায় না ধোইলে বিমান ধর বলেছেনঃ ফেসবুকে আপনি তো ভাই বিরাট ওয়াজ মাহফিল বসাইছেন দেখি ! তা এইখানে কেন? এইখানে তো ছাগু নাই যে আপনার ল্যাদানি পছন্দ করবে! আপনার পায়ে পড়ি, ডেইলি দুই চার মুঠি লবন খাবেন।

আসেন এবার ফারাবী ভাইর একটা কবিতা শুনি একটি প্রেমের কবিতা প্রেম সে কি এক গভীর মোহ, আমার সারা শরীর, দেহ, মন যেন এক গভীর মোহে আচ্ছন্ন। জোবাইরা গুলশান আরা, আমি ছিলাম সৌখিন আসবাবপত্র তোমার ভালবসায় আমি যেন বিদ্গ্ধ কাঠকয়লা। তোমার বিরহে আমি যেন বিবর্ণ শুস্ক হলুদ তৃণলতা। শয়নে স্বপনে অধ্যয়নে জাগরনে শুধু তোমার নাম, মুখচ্ছবি তোমার শাড়ির সৌন্দর্য্য মাথার চারিপাশে ঘুরে, তুলি হলে জীবনানন্দের সেই বোধ, আমি চলি সাথে সাথে সেও চলে আছাড় মারিতে চাই, শূন্যে মাথার ভিতর ঘুরে। তোমার অংগ সৌষ্ঠব্যের সৌন্দর্য্যের কামনায় আমার সারাশরীর যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে।

তুমি হল স্বর্গের ইন্দ্রাণী আর তোমার কর্মস্থল সুপ্রীম কোর্টের অফিস প্রাঙ্গন যেন স্বর্গের উদ্যান প্রেম হল সুপ্রীম কোর্টের স্টাফ বাসের সামনে দাড়িয়ে থাকা, প্রেম হল সুপ্রীম কোর্টের অফিস প্রাংগনে তোমায় খোজা মন্তব্যঃ ধ্রুব তারাঃ আসতাগফিরুল্লাহ...যেহেতু জেনানা এখনো নিজের হয় নাই, তা হৈলে সে নিশ্চয় পরনারী। আর পর নারীর অঙ্গ সৌষ্ঠব!!! আসতাগফিরুল্লাহ নগরের ভবঘুরেঃ হায় হায়,ফারাবির মন্তব্য নাই কেন? ফেইসবুকে সুন্দর সুন্দর নোটগুলা কি নাই নাকি? আমার এখন কি হপে সাইফুল ইসলামঃ প্রেমেরা কবিতা লেখা গুনাহ্‌ এ কবিতা। আপনি কেন কবিতা লেখছেন ফারাবী ভাই? নগরের ভবঘুরেঃ ভাই আপনার তুলনা আপনিই। ছায়ামানবঃ প্রেমের কবিতা? নাউজিবিল্লাহ মিন জালেক যারা এই মহান ব্যক্তিকে চিনেন না। তাদের জন্য ১ম ২য় ৩য় ৪র্থ ২ টি কবুতর with নূরজাহান পরিমল লিও তলস্তয় একটি ভয়াবহ পোষ্ট গুলশান আরাকে নিয়ে একটি কবিতা যার জন্য ঐ পাষাণী উনাকে ব্লক করেছিলেন এবং ফারাবী ভাইকে নিয়ে মোসাদ্দিক উজ্জলের একটি পোষ্ট ফারাবী ভাই পরিশেষে আমার মন্তব্যঃ ফারাবী ভাই যা বুঝাতে চান তা উনার লেখায় ফুটাতে পারেন না।

উনার সিরিয়াস পোষ্ট কিভাবে যে ফানি পোষ্ট হয়ে যায়, তা উনি নিজেও বলতে পারবেন না। তবে বিনোদনের জন্য ফারাবী ভাইর মত কিছু ব্লগার দরকার। যারা নিজেও বলতে পারবে না কিভাবে অন্যের বিনোদনের খোরাক হচ্ছে কিন্তু কিছু ব্লগার ফারাবী ভাইর মা বাপ তুলে গালাগালি করেন এবং উনার মা-বোন নিয়ে অশ্লীল মন্তব্য করেন যা কোনো ভাবেই কাম্য নয়। এসব গালাগালি ও অশ্লীল মন্তব্য শুধু ব্লগেই নয়। এমনকি ফেসবুকে উনার নামে পেজ খুলে গালাগালি এবং অশ্লীল মন্তব্য করা হয়।

ভাইরে উনি বাংলা ব্লগিং জগতের প্রথম আজব চিড়িয়া নন। উনার আগে আরো চিড়িয়া ছিল। যারা 'পরিচর্যা'র অভাবে হারিয়ে গেছে। আমরা ফারাবী ভাইকে হারাতে চাই না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.