আমাদের কথা খুঁজে নিন

   

শফিউর রহমান ফারাবী কোথায় ?

I am a man with too many dreams; I know all of them could not come to the light but my process are continuous. গত ২৪ শে ফেব্রুয়ারী সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট থেকে গ্রেফতার করা হয় ব্লগার শফিউর রহমান ফারাবীকে যিনি ব্লগীং জগতে সবার কাছে “ফারাবী” নামেই পরিচিত । তার বিরুদ্ধে ফেসবুকে নাস্তিক ব্লগার “থাবা বাবা ওরফে রাজীব হায়দারের” জানাযার নামাযে ইমামতিকারী ইমামকে হত্যার হুমকি দানের অভিযোগ আনা হয় । গ্রেফতারের পর থেকে আজ প্রায় তিন মাস হতে চলল কিন্তু ফরাবীর মামলার কার্যক্রম কতদূর এগুল তার কোন খোঁজ নেই । বাকশালের কারাগারে বন্দী “ফারাবী” আদৌ বেঁচে আছে কিনা মরে গেছে, বেঁচে থাকলে কি অবস্থায় আছে আমরা কেউ জানিনা । দেশে যে হারে বিরুধী মতাবলম্বীদের খুন আর গুম করা হচ্ছে তাই ফারাবীকে নিয়ে এ জাতীয় আশংকা করাটা মোটেই অমূলক নয় ।

সরকার আজ খোদাদ্রোহী নাস্তিকদে্র জামিনে মুক্তির ব্যবস্থা করেছে কিন্তু ভিন্নমতাবলম্বী ব্লগারদের দিনের পর দিন বিনা বিচারে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বন্দী করে রেখেছে । যা নাগরিকের জন্য রাষ্ট্রের সংবিধান কর্তৃক স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী । ফারাবী যদি আইনের দৃষ্টিতে দোষী হয়ে থাকে তবে সে যেমন শাস্তির উপযুক্ত ঠিক তেমনিভাবে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পূর্ব পর্যন্ত রাষ্টের বর্তমান সংবিধানে তার জামিনে মুক্তি পাওয়ার অধিকারও স্বীকৃত । যে সাংবিধানিক আইনের দোহাই দিয়ে দুই নাস্তিক ব্লগার মুক্তি পেয়েছে সেই একই আইনে ফারাবীরও মুক্তি পাবার অধিকার আছে । অবাক করা ব্যাপার হল ইতিপূর্বে গ্রেফতারকৃত নাস্তিক ব্লগাররা স্পষ্টত অপরাধ করার পরও তাদের মুক্তির দাবীতে বিভিন্ন পত্র-পত্রিকা, ব্লগ ও ফেসবুকে একের পর এক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ব্যপক প্রচার-প্রচারণা চালানো হয় ।

পাশাপাশি কারাগারে তাদের অবস্থার আপডেট জানিয়ে নিয়মিত প্রতিবেদন করা হয় । কিন্তু ফারাবীর ক্ষেত্রে সবাই নিরব ! আমারা ফারাবীর মুক্তি চাই মুক্তি না দিলেও অন্তত তার বর্তমান আবস্থার খবর জানতে চাই । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.