আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় ফারাবী

I am a man with too many dreams; I know all of them could not come to the light but my process are continuous. জালিমের কারাগারে অন্ধ প্রকোষ্ঠে বন্দী হে মুজাহিদ, তুমি কেমন আছ এরুপ জিজ্ঞাসা তোমার কাছে বিশাল ভবনের নীচে চাপা পড়া মুমুর্ষের নিকট তার অবস্থা জানতে চাওয়ার মত কৌতুক সম । প্রিয় ভাই আমার ! যেদিন তোমার সাথে প্রথম পরিচিয় সেদিন তোমাকে দেখে মনেই হয়নি ছিপছিপেকৃশকায় একটি ছেলে একদিনআজকের ফারাবীতে পরিণত হবে ! তোমার খুরধার লেখনি জালিমের অন্তরে ভয় আর আতংকের ভীতি চিহ্ন একে দিবে, নমরুদ ওফেরাউনের উত্তরসূরীদের তখতে সৃষ্টি করবে প্রচন্ড কম্পনের ! সত্যিই আজ ওরা মুক্ত ফারাবীর ভয়ে ভীত-আতংকগ্রস্ত, তাইত নব্য বাকশালের রাজত্বে ফাঁসির দন্ডপ্রাপ্ত খুনিরা রাষ্ট্রীয় ছত্রছায়ায় অনায়াসে বেকসুর খালাস পেলেও তোমার জন্য কোন জামিন নাই । বাহিরে তোমার জন্য দুটো কথা বলবে সেই লোকও নাই । যাদের বিরুদ্ধে তুমি কলম ধরেছিলে হে মোজাহিদ, সেইআল্লাহদ্রোহী রাসূলের অবমাননাকারীরা এখন মুক্ত হয়ে বুক ফুলিয়ে হাটে আর আমাদের দিকে চেয়ে ব্যঙ্গাত্মক হাসিতে আকাশ বাতাস প্রকম্পিত করে তুলে । চ.বির বেতনবৃদ্ধি বিরুধী আন্দোলনে যখন প্রথমবারের মত তুমি কারাগারে গিয়েছিলে তখন তোমার বাবা প্রায় সপ্তাহে তোমাকে দেখতে সুদূর সিলেট থেকে চট্টগ্রামে যেতেন ।

আমিজানি এখন আর কেউ তোমাকে দেখতে যায় না তবে তোমার বাবা অথবা মা যদি আজ বেঁচে থাকতেন তবে তাঁরানিশ্চয় যেতেন ! দ্বিতীয়বারের মত যেদিন তুমি গ্রেফতার হলে সেদিন গ্রেফতার দৃশ্য উপভোগ করতে চবির কথিত ভ্রাতৃ সংগঠনের অনেক বড়বড় নেতারাও ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন । ওদের মধ্যকার এক নেতাকে অনুরুধ করেছিলাম তোমার জামিনের ব্যাপারে কিছু একটা করতে কিন্তু তার কাছ থেকে যে জবাব পেয়েছি আমি তা কখনো আশা করিনি । তুমি একজন মুসলিম হওয়া সত্বেও নাকি ওদের কেউ না ! ওরা নিজেদের মুসলিম দাবী করে, এক মুসলিম অপর মুসলিমের ভাই এবং এক মুসলিমের বিপদে অপর মুসলিমের এগিয়ে আসা ফরজবলে প্রতিনিয়ত ওদের কর্মিদের দারস প্রদান করে । কিন্তু তোমার বেলায় ওরা দেখেছে তুমি ওদের গোত্রভূক্ত কিনা ? আফসুস তোমার বিপদের সময়তোমার মুসলিম পরিচয় ওদের কাছে মুখ্য হয়ে উঠেনি । যখন দেখি শয়তানের সব দল আজ একতাবদ্ধ অথচ হিজবুল্লাহরা পরস্পর শতভাগে বিভক্ত তখন হৃদয়ে বড় ব্যাথা অনুভব করি ভাই আমার ।

প্রিয় ভাই, মহান মালিকেরদরবারে দোয়া করা ছাড়া আমরা তোমার জন্য কিছুই করতে পারলামনা বলে আমাদের ক্ষমা করে দিও । আমাদের বিশ্বাস তোমার জন্য তিনিই যথেষ্ট কেননা তিনি ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে আর মুসাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন আশা করি নব্য ফেরাউন ও নমরুদের হাত থেকেও তিনিতোমাকে রক্ষা করবেন । “হাসবুনাল্লাহু নে’মাল ওয়াকীল নে’মাল মাওলা ওয়ানে’মান নাসির” । আল্লাহ হাফিয । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.