সুন্দর বাংলাদেশ চাই ফুটপাতে মোটরসাইকেল না চালানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইভাবে অবৈধ বিল বোর্ড সরানোরও নির্দেশ দিয়েছে। হাইকোর্টের এ নির্দেশকে যথাযথ সম্মান ও স্বাগত জানাই। কিন্তু আশংকা করিঃ এ আইন কতটা বাস্তবায়ন হবে। দেশকে সুশৃংখলভাবে চালনার জন্য এবং দেশের নাগরিকদের ভালোর জন্য যে কেউ একজন ভাবে আমাদের হাইকোর্টই তার প্রমান। এদেশে বেশিরভাগ অপরাধ বা আইন না মানার প্রতিযোগিতা যেন বেড়ে যায় কোন রায়/নির্দেশ ঘোষনার পর। যেমন কয়েক বছর আগে পাবলিক প্লেসে ধুমপান না করার নির্দেশটি এখন ক'জনই বা পালন করে? পর্ণগ্রাফি'র আইনটি কি অদৌ বাস্তবায়ন হবে? প্রতিটি আইন বা আদালতের নির্দেশ পরিনিত হচ্ছে পুলিশের জন্য বাড়তি সুবিধায়। মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন হবে দেশের জনগণ মহৎ হলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।