বাংলাদেশের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক দাবি করেছেন, দেশে মানবাধিকার নিশ্চিত করতে জাতীয় মানবাধিকার কমিশনের অধীনে একটি আদালত গঠন করতে হবে। তিনি বলেছেন, জাতীয় মানবাধিকার কমিশনের অধীনে আদালত গঠন করা না হলে মানুষের অধিকার বাস্তবায়ন করা যাবে না। আজ (শনিবার) ‘ দৈনিক আমার দেশ' পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। Click This Link প্রশ্ন উঠতে পারে, আমাদের দেশের প্রধান সমস্যা কি আইন ও আদালত না থাকা? নাকি আইন ও আদালতকে না মানা ও অপব্যবহার করা? আইনজীবীরাই বলেন, আইনের ঘাটতি নেই দেশে। এর প্রয়োগ যথাযথভাবে হয় না এবং ক্ষমতাসীনরা সব সময় এটি নিজের স্বার্থে ব্যবহার করেন। সম্প্রতি আমরা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের ভুরি ভুরি রায়ে এ কথার সত্যতার প্রমাণ পেয়েছি। এ ছাড়া বর্তমানে যে আদালত আছে, তাতেই নাকি বিচারক সংকট চলছে। মামলার জট লেগে আছে বছরের পর বছর ধরে। এ অবস্থায় ব্যারিস্টার রফিকুল হকের কথা অনুযায়ী, নতুন আদালত গঠন করা কতটা সমীচিন হবে বলে আপনাদের মনে হয়? ব্লগার ভাইদের সুচিন্তিত মতামত আমাদের সবাইকে উপকৃত করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।