আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমে পড়লে কি হয় ,।!?

সম্প্রতি আমার জীবনে এমন একটি অভাবিত ঘটনা ঘটে গেছে, যা আমার মত ছেলের জন্য অকল্পনীয়। যেহেতু আমরা কর্পোরেট লাইফে সবাই খুবই ব্যস্ত, তাই অবসর সময়টাকে ফেসবুক বা ব্লগে কাটাতে পছন্দ করি। আর সবার মত আমিও তাই আপনাদেরকে সবচেয়ে ভাল বন্ধু মনে করি। তাই আপনাদের সাথে আমার এই একান্ত বিষয়টা শেয়ার করছি। পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ দিয়ে সাহায্য করবেন- এটাই আমার প্রার্থনা সবার কাছে।

আবার-ও বলি কেউ হাসবেন না, মুখ-ও ভেংচাবেন না দয়া করে। আসলে আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে আমার ভিতরে। আপনারা যারা আমার সম্পর্কে জানেন, তারা সবাই ইতিমধ্যেই দেখেছেন, আমি খুবই মিশুক প্রকৃতির একটি ছেলে। সবসময় হাসি-খুশি, সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি। সবাই আমাকে ভালবাসুক এটাই আমার একান্ত ইচ্ছা।

পিকনিকে গিয়ে সবার সাথে নেচেছি-গেয়েছি, ছোট-বড় সবার সাথে অনেক অনেক দুষ্টুমি করেছি। মানুষের হাসি দেখার জন্য যা যা করতে হয়, সত্য হোক-মিথ্যা হোক, সবই বলেছি-সবই করেছি। আমার তো মনে হয়, মানুষের হাসির জন্য আমি সবই করতে পারব। আমার আগের একটি লেখায়(একটি ব্যর্থ মিশন ও একজন সৈনিকের শপথ) আপনারা জেনেছেন যে, আমি ঠিক এই ভাবেই শুধু মানুষের মনের সন্তুষ্টি লাভের আশায় "রক্ত-সৈনিক" নামের একটি স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন গড়ে তুলেছি। কিন্তু এখানে কোন আলাদা স্বার্থ জড়িত ছিল না।

কিন্তু এখন এমন কেন হল ? কোন নারীর জন্য আলাদা করে এতটা টান অনুভব করব- এটাও কি সম্ভব ? এ যেন এক বিশাল ঝড় এসে গেছে। একা একা হাসি, আবার একা একাই কাদিঁ। কবিতা লিখে যাচ্ছি, গল্প লিখে যাচ্ছি- যেন কোন বিরাম নেই আমার। মনে হচ্ছে- মহাদেব সাহা আমার অনুভূতিগুলো চুরি করে নিয়ে গেছে। আমার যা লিখার কথা, সেটা সে লিখে ফেলেছে।

এমন কেন হচ্ছে ? আমি কি হারিয়ে যাচ্ছি। একজন তো বলছে- আমার এ বয়সে এভাবে টিন-এজারদের মত আচরন ঠিক শোভনীয় নয়। কিন্তু আমি কি করব ?-কিছুই বুঝতে পারছি না। আমার শুধু তার হাসি শুনতে ভাল লাগে। সারাক্ষন শুধু তার স্মৃতি মনে পড়ে, তার পাশে বসে থাকা সময়গুলোকে যদি আটকে রাখা যেত, তাহলে কতই না ভাল হত ! বাতাসে সারাক্ষন তার চুলের গন্ধ পাচ্ছি।

সব কিছুই এখন আমার ভাল লাগে। মনে হচ্ছে- আনন্দে বাতাসে উড়ে বেড়াচ্ছি। বাকি-টা পরে শেয়ার করব। এখন একটা কবিতা লিখতে হবে তাকে নিয়ে। পরে আবার মহাদেব সাহা আমার আইডিয়া চুরি করে নিয়ে যাবে।

আপাতত শেষ জিজ্ঞাসা আপনাদের কাছে- কি করলে সারাক্ষন তার মুখের হাসি শুনতে পাব ?- তা কি বলতে পারেন আপনারা ? কীভাবে তাকে পৃথিবীর প্রতিটা সুখ দেয়া যায় ? কি করলে সে কখনো অসন্তুষ্ট হবে না আমার উপর ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.