ভালবাসা একটি টস্ করা পয়সার মত যার একদিকে থাকে প্রেম আর একদিকে থাকে ঘৃণা ; যখন কাউকে ভালবাস তখন পয়সাটি ঘুরতে থাকে... তুমি যখন এই ঘূর্ণন থামাবে তোমার সামনে আসবে – হয় প্রেম , নয়তো ঘৃণা । যদি কাউকে ভালবাস তবে এই ঘূর্ণন কখনও থামিও না , কখনও দেখতে যেও না- এটা প নতুন এক জরিপে দেখা গেছে- দেশটিতে বর্তমানে মসজিদ রয়েছে দু'হাজার একশ' ছয়টি। এ সং...খ্যা ২০০০ সালের চেয়ে শতকরা ৭৪ ভাগ বেশি। এর মধ্যে নিউ ইয়র্ক শহরে রয়েছে ১৯২টি মসজিদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে ১২০টি, ফ্লোরিডায় ১১৮টি এবং টেক্সাসে রয়েছে ১৬৬টি মসজিদ। এমনকি মন্টানা যেখানে খ্রিস্টান সম্প্রদায়ের বাইরের জনসংখ্যা হচ্ছে- শতকরা এক ভাগেরও কম সেখানেও দু'টি মসজিদ রয়েছে। ২০০২ সালে মসজিদের সংখ্যা ছিল এক হাজার দু'শ' নয়টি। আর ২০০২ সালে যেখানে ঈদের জামাতে অংশ নিয়েছিলেন ২০ লাখ মুসল্লি সেখানে ২০১১ সালে এ সংখ্যা ছিল ২৬ লাখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।