আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা, কষ্ট এবং ভালবাসা!!!!!!!!!!!!

সত্য ঘটনা: ছেলেটি র নাম রাহি আর মেয়েটির নাম মিনা। মিনা পড়েত ভিকারুনন্নেছা এখন পড়ে ঢা:বি: তে। আর রাহি ঢাকা কলেজ থেকে এম কম করে কম্পিউটার সাইন্স ১ বছরের ডিপলোমা করে। তারপর একটি আইটি ফার্মে চাকুরী করতো। রাহি মিনাকে মনে মনে অনেক পছন্দ করতো।

ও বলে নেই রাহি আর মিনা কাজিন। তারা একই এলাকাতে থাকতো। প্রথম যেদিন ওদের ঢাকাতে দেখা হয় সেদিন ছিল ভালবাসা দিবস। রাহি মিনাদের বাসা সেদিন প্রথম গিয়েছিল সেদিন রাহি তাদের বাসা চিনতে পারে নাই ঠিকমত এজন্য রাহি ফোন দিল মিনার মা এর মোবাইলে। তার পর মিনা রাস্তা গিয়ে তার ছোট ভাই কে নিয়ে দাড়ালো রাহি র জন্য।

তারপর তাদের দেখা হলো এবং বাসা গেল। সেখান থেকে তাদের দেখা। কিন্তু যেদিন রাহি মিনা বলল যে: মিনা তোর সাথে একটু কথা আছে আমাকে একটু সময় দিবি। তখন মিনা বলল কি বলবেন ভাইয়া। তখন রাহি বলল না এখানে না বাহিরে কোথায়।

মিনা আর বুজতে বাকি রইলা যে ভাইয়া কি বলতে চায়। মিনা বুঝে গেলে যে ভাই্য়া যে তাকে পছন্দ করে। তখন মিনা বলল ভাইয়া দেখন আমার পক্ষে সম্ভব না। আমাদের ফ্যামিলি আর আপনাদের ফ্যামিলি রাজি হবে না। বরং ভালো আমরা একসাথে আছি একসাথে থাকি এটাই ভালো।

এভাবে কেটে গেল মাস তিনেক। রাহি মিনাদের বাসা সবসময় আসা যাওয়া করতো। দুষ্টামি ফাজলিমি করত। কিন্তু রাহি হেরে যাওয়ার পাএ না সে মনে মনে ঠিক করলে সে মিনা কে সবসময় সাহায্য করবে সে কোনদিন ভলবে না যে মিনা কে ভালোবাসে। এবং পণ করল যে মিনা বলবে যেদিন সে আমাকে ভালবাসে সে দিন সে ভালবাসার অধিকার নিয়ে সামনে দাড়াবে।

এভাবে কেটে গেল অনেক দিন মিনা সবসময় রাহি জন্য অপেক্ষা করতো কখন রাহি তাদের বাসায় আসবে তার সাথে কথা বলবে। মিনা যে রাহি জন্য অপেক্ষা করত। রাহি সে টা বুঝতো। কিন্তু মিনা রাহি কে বুঝতে দিত না। তারপর রাহি ভাবল এভাবে চলা যায় না সে আরেক বার মিনা কে বলল যে তাকে সময় দেয়ার জন্য।

সেদিন মিনা যা বলল রাহি আর সহ্য করতে পারলো না। মিনা বললে যে দেখো ভাই্য়া আমি আপনা কে যে টা মনে করছিলাম। আপনি আসলে সেটা না আমি আপনাকে কোনদিন ভালবাসতে পারবো না। রাহি তারপর থেকে মিনা কে ভুলে যাবে এই পণ করল। যেই ভাবা সেই কাজ।

রাহি মনে মনে চিন্তা করলে মিনার সামনে থেকে দূরে কোথাও চলে যাবে। এমন সময় রাহি দেশের বাহিরের জন্য ট্রাই করলো। এবং হয়ে গেল যেদিন থেকে মিনা শুনলো রাহি র ভিসা হয়ে গেছে সেদিন থেকে মিনা পাগল হয়ে গেল রাহি র জন্য। সবসময় রাহি কে দেখতে চায় তাকে অনেক আদর করতে চায়। কিন্তু রাহি একথার মানুষ সে মিনা কে পাত্তা দেয় না।

আর যে দিন রাহি র ফ্লাইট সে দিন রাত্তে মিনা একটু ও ঘুমায় না, শুধু কেদেছে। কিন্তু সে বলতে পারে নাই তার না বলা কথা। তারপর শুরু হলো কাহিনী.. রাহি ইউকে যাওয়ার পরে মিনার খালার কাছে ফোন দিল তাদের খোজ খরব জানতে ছাইলো। তারপর মিনা রাহি র নাম্বার পাইলো। এবং সরাসরি ফোন দিল, রাহি ফোন ধরল না।

কারন সে দেখলো এটা যে মিনা র আম্মুর নাম্বার সে ভাবলো হয়ত মিনা ফোন করছে। তারপর মেসেজ দেওয়া শুরু করলো : মিনা মেসেজ লিখল: আমি আপনাকে বুজতে পারি নাই। আমি আপনাকে সত্যি ভালবাসি। এভাবে অনেক মেসেজ করতে থাকলো। তারপর একদিন রাহি মিনাদের মোবাইলে ফোন দিল তখন মিনা ফোন ধরলো মিনা কোনকিছু বলতে পারলো না, শুধু কান্না করতে থাকল।

মিনা একটাই কথা রাহি তুমি ফিরে আসো। তোমাকে ছাড়া আমার ছলবে না.. তারপর এভাবে কেটে গেলে অনেক দিন রাহি মিনার কাছে ফোন দেয় তাদের ভুল বোজাবির অবসান হলো। এখন মিনা র একটাই চাওয়া রাহি তুমি ফিরে আসো....... এবার আপনারা বলেন রাহি র কি করা উচিত? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.