I love politics. I want death of those who killed our Army officers. আমরা কেন এতটা হারামী? আমরা কেন এতটা বেহায়া, বেশরম, ভোদাই? আমরা মানুষের জাত নাকি শুয়োরের জাত? এই হল আমাদের স্বভাব। আমরা শয়তানের থেকেও খারাপ! শয়তানেরও ধর্ম আছে আমাদের তাও নাই।
যে কোন খুনের খবর প্রথম কয়েক সপ্তাহ ফলাও করে পত্রিকায় প্রচারিত হয় এরপর আস্তে আস্তে তা চিরতরে হারিয়ে যায়। আর লেখালেখি হয়না। টিভি চ্যানেলগুলোতেও আর রিপোর্টিং হয় না।
আর আমাদের মতো মেরুদন্ডহীন কুকুরগুলাও লেজ কয়েকদিন নাড়ানোর পর আর নাড়াতে চাই না।
সাগর-রুনী'র একমাত্র ছেলে মেঘ কি তার বাবা-মা'র বিচার পাবেনা? যেসব জারজ সন্তানরা এই খুনের সাথে জড়িত তারাকি ধরা পড়বেনা? খবরের কাগজে ঢালাও করে আর প্রতিবেদন দেখছিনা এই ব্যাপারে। সবাই দেখি দূর্বল যুবকের মতো নেতিয়ে গেছে। আমরা যদি জোড়ালো কন্ঠে প্রতিবাদ না করি, সমানে লেখালেখি না করি তাহলে ব্যাপারটা আমাদের কলুষিত মগজ থেকে একেবারে হারিয়ে যাবে। আমাদের যা যা করণিয় সবই করা উচিত যাতে খুনীরা ধরা পরে এবং যাতে খুনীদের ধরতে বাধ্য হতে হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।