আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে স্কুলশিক্ষার্থীদের জন্য ১০০ দোতলা বাস

দৃষ্টিভঙ্গি বদলান, জীবনটাই বদলে যাবে। রাজধানীর যানজট নিরসনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ১০০টি বিআরটিসির দোতলা বাস দেওয়া হবে। রোববার রাজধানীর নগরভবনে ঢাকা পরিবহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) উদ্যোগে ঢাকা মহানগরীর যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থাপনা উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি একথা জানান। তিনি বলেন, আগামী চার মাসের মধ্যে বাসগুলো বিআরটিসির বহরে যুক্ত হবে। এরপরই ডাবল ডেকার বাসগুলো শিক্ষার্থীদের পরিবহনের জন্য রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করবে।

সভায় মন্ত্রী বলেন, মহানগরীতে যানজট অসহনীয় পর্যায় পৌঁছেছে। জনজীবনে নেমে আসছে নানামুখি ভোগান্তি। এ ভোগান্তি নিরসন করে নগরবাসীকে স্বস্তি দিতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ এবং চলমান নানামুখি কার্যক্রমের সমন্বয় সাধন। তিনি বলেন, যানজট নিরসন কার্যক্রমে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবার কাজের মধ্যে সমন্বয় সাধনে কাজ করছে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড বা ডিটিসিবি।

ইতোমধ্যে সরকার ডিটিসিবির সক্ষমতা বাড়াতে নতুন আইন পাস করেছে। এ সময় যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমাদের সমস্যা অনেক বেশি কিন্তু সম্পদ সীমিত। জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত সমস্যাদি অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা জরুরি। এজন্য আমাদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলনও ঘটাতে হবে।

বক্তারা সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী আনা-নেওয়ার জন্য ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে বিআরটিসির স্কুলবাস বহরে অধিকসংখ্যক বাস সংযুক্ত করার ওপর জোর দেন। সভায় মহানগরীর যে সব শিক্ষা প্রতিষ্ঠানে অধিকসংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করছে সে সব প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী এলাকায় সৃষ্ট যানজট নিরসনে প্রতিষ্ঠান প্রধানরা অভিভাবকদের নিয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। এছাড়া বক্তারা মহানগরীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণ করার পরামর্শ দেন। পাশাপাশি সড়কের শতভাগ ব্যবহার নিশ্চিত করা এবং ফুটপাতসমূহ উন্মুক্ত করার উপরও গুরুত্ব আরোপ করেন। ডিটিসিবির নির্বাহী পরিচালক ড. সালেহ উদ্দীনের সভাপতিত্বে সভায় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান, বিআরটিসির চেয়ারম্যান মেজর (অব.) এমএম ইকবাল।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আয়েশা খাতুন, নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা, রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ এবং হলিক্রস কলেজ, এসওএস হারমেন মেইনার কলেজ, আইডিয়াল কলেজ, বিসিআইসি কলেজ ও ইডেন কলেজের প্রতিনিধি বক্তব্য রাখেন। সূত্র  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.