জাগো বাহে কোনঠে সবায়
এইমাত্র খবর পেলাম লিবিয়ার বেনগাজিতে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে ১৪জন হতাহত।এছাড়াও বাহরাইনের প্রধানমন্ত্রীর পদতেগের দাবীতে হাজার হাজার লোক রাজধানি মানামাতে সমবেত হচ্ছে।বস্তুত অনেকে মনে করেন,রেজিম চেন্জের নামে যুত্তরাস্ট্র এর মদদদাতা।এ খেলার মুল লক্ষয হলো ইরান।ষাঁড়ের লড়াইয়ে ষাঁড়কে মারার আগে লাল কাপড় দিয়ে তাকে কেমোফ্লেজ করে চরম আঘাত হানা হয়।বস্তুত এখন শুধু মহড়া চলছে লাল কাপড় দিয়ে ,আসল খেলা হলো ইরান।অদ্ভুত হলো যে ইরান সেটা জানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।