আমাদের কথা খুঁজে নিন

   

সেদিন শহরের একটা ঘাসযুক্ত মাঠের সাথে আমার দেখা হয়েছিল। সেই মাঠে তাজা তাজা পেঁজা তুলা ফুলের মতো ফুটে আছে। বুঝতে পারলাম শিমুল ফাটাঁর দিন..



যখন সাড়ে চার হাজার টাকা বেতন পেতাম তখনো আমি আমার মতোই ছিলাম। কাজ শেষ করে রমনা পার্কের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হাওয়া আর নানারকম সুগন্ধের মধ্যমণি হয়ে শাহবাগ আসতাম । মনটা চঞ্চল হরিনের মতো চকিত হয়ে যেত। শাহবাগ এসেই একটা সিগ্রেট ধরাতাম। মনে হোত আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।

এখন আমি তার চারগুন বেতন পাই। এখনো কাজ শেষে ঐ শাহবাগেই যাই। এককাপ চায়ের অর্ডার দিয়ে সিগ্রেট ধরাই। আমার মনে হয় এই পৃথিবীতে বেঁচে থাকাটা অনেক আনন্দের। কয়েক মাস হোল আমাদের বেতন হচ্ছেনা।

তবুও আমার কাছে সিগ্রেট কেনার টাকাটা ঠিকই আছে। এখনো আমি সুখী। কিন্তু যারা আমার সাথে কাজ করেন তারা খুবই মনমরা হয়ে ঘুরে বেড়ান। এমনকি আমার সাথে যারা থাকেন, তারাও মনমরা হয়ে থাকেন। আমার মন মরে না।

আমি অনেক চিন্তিত হয়ে ভাবি আমার মন না মরার কারন কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.