আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কি এ ডাকে সাড়া দিবে না??

নয়া যামানার নয়া পথিক,পথ হারিয়ে ছুটনা দিক্বিদিক হে আল্লাহর বান্দারা! একটু শোন,আমাদের মালিক কি বলছেন- "হে মানুষ! কোন জিনিস তোমাকে তোমার সেই মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলেছে?" (সূরা ইনফিতার- ৬) কোন জিনিস তোমাকে আমাকে আল্লাহ্‌ তালার স্মরণ থেকে গাফেল রাখে তা কি একটু ভেবে দেখছ? এ প্রশ্ন আমার নয় এ প্রস্ন তোমার-আমার পালকর্তার! একটু চিন্তা করলে আমরা সহজেই বের করতে পারব সে জিনিসগুলো। আল্লাহ্‌ তা'আলা আমাদের ভালবাসতে চান, তার প্রিয় করতে চান কিন্তু আমরা কি চাই?? একটু চিন্তা করে দেখ হে মুমিন! যদি তোমার উত্তর হয় 'হ্যাঁ',তাহলে তোমার কর্ম কেন উত্তর দেয় 'না'; আমরা আল্লাহ্‌ তা'আলা থেকে কত দূরে সরে যাচ্ছি,তাইতো মহান আল্লাহ্‌ যুগ যুগ ধরে আমাদের আহ্বান করছেন কি প্রেমময় ভাষায়, তার বান্দার সুপথ প্রাপ্তির আশায়- "মুমিনদের অন্তর আল্লাহর স্মরণে কোমল ও বিগলিত হওয়ার সময় এখনো কি হয়নি?" (সূরা হাদিদ- ১৬) বল, আল্লাহর বান্দা! এ আয়াত কি তোমার অন্তরে ঝড় তোলেনা, তোমার চোখে অশ্রুর বান বইয়ে দেয় না?? তোমার মালিক, আমার মালিক, আমাদের প্রেমাস্পদ! আমাদের ডাকছেন তাঁর প্রেমের পথে, আর আমরা তাঁর ডাকে সাড়া না দিয়ে ঘুরছি অন্য পথে।তুমি-আমি যখন পাপে মগ্ন হই,তাঁর স্মরণ থেকে গাফেল থাকি, তখন কি আমাদের রব কষ্ট পান না!! তাই চলো আল্লাহর বান্দারা আমরা ফিরে আসি পাপের পথ থেকে,নোংরামী থেকে,রবের অসন্তুষ্টির পথ থেকে। এসো! তাঁর ডাকে সাড়া দেই আর সামিল হই আল্লাহর প্রেমের পথে, পুণ্যবানদের পুণ্য রথে!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।