আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধুর ডাকে লাঙল ছেড়ে হাতে বন্দুক তুলে নিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে কৃষকের হাতে উটবে ল্যাপটপ ।

আপনার সন্তানকে সুশিক্ষা দিন

বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এ দেশের কৃষক লাঙল ছেড়ে হাতে বন্দুক তুলে নিয়েছিল। আর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে রূপকল্প-২০২১ ডিজিটাল বাংলাদেশ গড়তে সেই কৃষকের হাতে ল্যাপটপ চলবে, তা অসম্ভব নয়। এক দিন বাংলার কৃষক অবশ্যই চালাবে ল্যাপটপ কম্পিউটার। আগামী প্রজন্ম প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে বাংলার মুখকে উজ্জ্বল করবে। গতকাল রোববার ময়মনসিংহে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আয়োজিত ‘উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন কর্মসূচি অবহিতকরণ’ সভায় এসব কথা বলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।

দুপুরে জেলা পরিষদের শহীদ আবদুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে এতে বক্তৃতা করেন বিসিসির নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান, কর্মসূচি সমন্বয়ক সরকার আবুল কালাম আজাদ, বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, জেলা পরিষদ সচিব সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোহসীনসহ অনেকে। বক্তারা শিক্ষকদের প্রতি অফিস চলাকালে প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবে তালা না দেওয়া, হার্ডওয়্যার ও মেরামতের জন্য একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া ও বিকেলে ল্যাবটি সাইবার ক্যাফে হিসেবে ব্যবহার করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পরে প্রতিমন্ত্রী তিন জেলার ১১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে প্রতিটি প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব সংস্কারের জন্য ৩০ হাজার টাকার চেক ও দুটি করে ইন্টারনেট মডেম তুলে দেন। বিসিসি জানায়, এ সভায় ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ২৩৫ জন শিক্ষক অংশ নেন। ঢাকা বিভাগের উপজেলা পর্যায়ে ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে।

—মো. কামরুজ্জামান, ময়মনসিংহ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.