আমাদের কথা খুঁজে নিন

   

DSLR বিশারদদের সাহায্য পার্থি......

অতি সাধারণ অনেক সাধনার পর কিছু টাকা যোগার হয়েছে একটা SLR কিনার জন্য। কিন্তু এখন আমি সকলের ন্যায় একই সমস্যায় ভুগছি। কোথা থেকে কিনবো? অনেকে বলে ফোটোব্লেজ এর কথা, ওরা নাকি সরাসরি ব্যংকক থেকে ক্যামেরা নিয়ে আসে, তবে দাম একটু বেশি পরে। আমি কিনতে চাই NIKON D3100, ফোটোব্লেজ দাম চেয়ছে ৫৪০০০ টাকা। তবে অন্যদের কাছ থেকে কিনলে হয়ত কিছু কম পাব। কিন্তু মঞ্ছায় ভালো জিনিশটাই নিতে। ফোটোব্লেজ বলছে ব্যংকক থেকে ইন্টেক ক্যামেরা এনে তারা বিক্রি করছে। তাই বিশেষজ্ঞ ভাইদের কাছে পরামর্শ চাইছি কোথা থেকে নিব? ফোটোব্লেজ থেকে কেউ কি কিনেছেন কিনা? তাদের ক্যামেরা গুলো আসলে কেমন হয়? একটু সাহায্য পাইলে খুবই পুলকিত হইতাম...... এইটা তাদের লিঙ্ক http://www.facebook.com/fotoblaze

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।