আমাদের কথা খুঁজে নিন

   

কিনে ফেললাম DSLR



অনেক দিন ধরে একটা Extended Zoom ক্যামেরা খুজছিলাম, কিন্তু ইমেজ কোয়ালিটি আর দাম বিচারে একটাও পছন্দ হচ্ছিল না। তাই শেষ পর্যন্ত ইস্টার এর সময় ছাড় পেয়ে কিনে ফেললাম nikon d3000 সাথে ১৮-৫৫ non-vr । দাম পড়লো ($৩৮০ + ট্যাক্স)। যদিও VR lens কেনা ভালো, কারণ বডিতে কোনো ইমেজ স্ট্যাবিলাইজার নাই, তবে একই VR কিট এর দাম ($৫২৯ + ট্যাক্স)। তাই কমদামীটাই কিনলাম।

দেশে মনে হয় আরেকটু সস্তায় পাওয়া যায় । আপাতত আমার canon a490 এর চেয়ে ছবি অনেক ভালো মনে হচ্ছে। তবে পোর্ট্রেইট এ ৫৫ mm f5.6, ব্যাকগ্রাউন্ড পুরা blur হচ্ছে না। মনে হয় ফোকাল লেংথ আরো বেশি দরকার। দেখি একটা নিকন ৫৫-২০০mm পুরানো পাই কিনা (নতুন ~$২৫০ চলছে) ।

পুরানো নিকন ব্যবহারকারীরা যদি কোন সস্তা সিগমা/ট্যামরন ভালো লেন্সের কথা জানেন, তাহলে দয়া করে সাজেস্ট করেন। আমার ইচ্ছা পোর্ট্রেইট, ম্যাক্রো আর ল্যান্ডস্কেপ। আরেকটা ব্যাপার, ক্যামেরা কেনার পর নিকন এর ওয়েবসাইটে রেজিস্টার করে নেওয়া ভালো, তাহলে রিফার্বিশড বা গ্রে মার্কেট প্রোডাক্ট কিনা বুঝতে পারবেন। আর ওয়ারেন্টি পেতেও সুবিধা হবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।