আমাদের কথা খুঁজে নিন

   

DSLR গপ্পোঃ

শুরু করার আগেই বলে নেই, এই বিষয়ে আমার 'জ্ঞান' এবং 'আনুমানিক ধারনা' উভয়েই শূন্যের কাছাকাছি। যা জানি অথবা বুঝি, তা আমার ফেসবুক বন্ধুদের স্ট্যাটাস এবং DSLR-ধারী কতিপয় বন্ধুর মুখ এবং হস্ত সঞ্চালন(DSLR এর শাটারে) থেকেই জেনেছি আর বুঝেছি। তাই DSLR নিয়ে লিখছিনা; বরং DSLR এর প্রেক্ষাপট নিয়েই কিছু বলি। অতীতঃ ডিজিটাল বাংলাদেশে, নানান রকম পন্য সামগ্রীর সাথে DSLR নামক বস্তুটিও আন্তঃপ্রবেশ করেছিল। অত্যন্ত দামি এবং বিলাস-বহুল বলে এই যন্ত্র বাঙ্গালীর কাছে প্রচণ্ড ভাব নেওয়ার অস্ত্র হয়ে দাঁড়ালো অচিরেই।

এই জিনিস যার কাছে আছে!! ওরে বাবা! সে তো বিশাল বড়লোক! ফটোগ্রাফি করে! আহা! চরম!! চরম একটা পোলা! DSLR-ধারী কিছু যুবক দেশে 'বস' হয়ে উঠল। তাদের সামনে-পিছনে, ডানে-বামে মেয়ে। মেয়েরা DSLR-ধারীদের প্রেমে টুপুর-টাপুর করে পরতে লাগলো। অবস্থা এমন দাঁড়ালো যে, he has a DSLR camera এর বঙ্গানুবাদ হয়ে গেলো, তার একটি মেয়ে পটানোর যন্ত্র আছে। রাস্তা ঘাটে প্রচণ্ড ভাবের সাথে এদের ছবি তুলতে দেখা যায়, রিকশার টায়ার, রাস্তার ফকির থেকে ধরে, ভ্রাম্যমাণ কাপল অথবা সিঙ্গেল লারকি কেউই এদের লেন্সের হাত থেকে রক্ষা পেলনা।

কেউ রাগ করেনা! সবাই তো অবাক! ওরে বাবা! DSLR আছে!!!! বিশাল ব্যাপার! মেয়েরা মনে মনে ভাবত, ইশ!!! যদি বয়ফ্রেন্ড বানাতে পারতাম!! স্বর্ণযুগ তখন DSLR ক্যামেরার... বর্তমানঃ ডিজিটাল বাংলাদেশের রুচি খুবই পরিবর্তনশীল। কারণ কিছুদিনের মাঝেই প্রেক্ষাপট পরিবর্তিত হতে দেখলাম। বাঙ্গালী যা খায়, কুত্তার মত চেটেপুটে খেয়ে ফেলে। হাতে হাতে DSLR দেখা যাচ্ছে ইদানিং। ভাত খাওয়ার পয়সা নাই, DSLR নিয়া রিকশার টায়ারের ছবি তুলছে রাস্তা ঘাটে বাঙ্গাল গুলো।

DSLR এর গুরুত্ব অনেক কমে এসেছে। ফকির-ফাঁকরাদের হাতেও দেখা যাচ্ছে এই যন্ত্র, তাই মেয়েরাও খুব সাবধান হয়ে গিয়েছে। এখন আর DSLR-ধারী দেখলে তারা জিহবা বের করে তাকিয়ে থাকেনা, বরং একটু সাবধান হয়ে যায়, এই ভেবে যে, এই পোলা তো লুইচ্চা। আমার DSLR-ধারী বন্ধু-বান্ধবও খুব সাবধান হয়ে গিয়েছে, DSLR দিয়ে রিকশার টায়ারের ছবি তুলে এখন খুব লুকিয়ে লুকিয়ে, ফটো আপলোড দিতেও খুব ভয় পায়, কেউ যদি আবার পচায়ে দেয়! বর্তমান বাংলাদেশে বেশ কিছু DSLR-ধারী ক্রমাগত বন্ধু-বান্ধব-পাড়া-প্রতিবেশীদের কাছে পচতে পচতে এই ভীতির সৃষ্টি করেছে। DSLR আছে, এটা যেন এখন সম্মানের বিষয় নয়, বরং লুকিয়ে রাখার বিষয় হয়ে গিয়েছে! সামগ্রিক ভাবে বর্তমান বাংলাদেশে DSLR যন্ত্রটি একটি অন্যতম 'trolled' যন্ত্র।

DSLR এর মানে দাঁড়িয়েছে, ''digital society's luiccha revolution'' ভবিষ্যৎঃ এটা আমার প্রেডিকশান যে, অচিরেই এমন দিন আসতে যাচ্ছে, যেদিন, DSLR-ধারী কাউকে দেখলে, মেয়েরা চারদিকে ছুটে পালাবে। ছেলে-বুড়ো-আবাল-বৃদ্ধ-বণিতা DSLR দেখলে ভুত দেখার মত অবস্থা হবে। মেয়েরা যখন দৌড়ে পালাতে থাকবে, DSLR-ধারী তার ক্যামেরা বের করে বলবে(লুইচ্চাদের সুরে), -''এই! তোমরা যাচ্ছ কোথায়? এদিক এসো!! আমার কাছে DSLR আছে!!!'' পলায়নরত মেয়েরা বলবে, ''এই জন্যেই তো পালাইতেছি আমরা.........!!!!!!!'' -মানে?????!! কেন??? - ''দিন বদলাইছে না!!! !!! !!! !!!'' ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।