গত দুই সপ্তাহে ৩টি DSLR কেনা এবং ফেরত দেওয়া আর মার্কেটে ঘুরাঘুরি নিয়ে এই পোস্ট। কারো যদি নিকট ভবিষ্যতে DSLR কেনার ইচ্ছা থাকে তাহলে এই পোস্ট কাজে দিতেও পারে।
প্রথমে কিনেছিলাম Nikon D3000 (দাম $৩৮০ + ট্যাক্স) । কিন্তু এক সপ্তাহ ব্যবহার করে এটা সম্পর্কে হতাশ। প্রথমত, লেন্সটা ছিলো Non-VR, (মানে হাত কাপলে এটায় কোন ব্যবস্হা নেই), তো দেখা গেলো ১/৫০ সেকেন্ডের নিচে শাটার স্পিড থাকলেই ৫০% সময় ছবি ঘোলা হয়ে যায়।
তাও ঠিক আছে, কিন্তু ISO ৮০০ এর বেশিতে ছবি তুললেই ছবিতে অনেক noise চলে আসে। এখন DSLR কিনলাম অথচ কম আলোতে ছবি তুলতে পারলাম না, তাহলে কিভাবে হবে? আর অনেক পুরানো মডেল, তাই অনেক অপশন নেই (যেমন ভিডিও, লাইভ ভিউ, এক্সপোজার ব্র্যাকেটিং ...)
ওটা ফেরত দিলাম আর বদলে নিয়ে আসলাম Canon T1i/500D (দাম $৬৮০ + ট্যাক্স) । দারুণ একটা ক্যামেরা । উপরের সব আছে, তার সাথে ১৫ মেগাপিক্সেল সেন্সর, ফুল HD ভিডিও, আর ছবি একেবারে সেরকম। কিন্তু বিপত্তি বাধলো ভিডিও কম্পিউটারে নেয়ার পর।
ক্যানন যে লেন্সটা দেয় ওটা একদম প্লাস্টিক, তো জুম রিং আর ফোকাস রিং এর শব্দ পুরা ভিডিওর শব্দের বারোটা বাজিয়ে দেয়। আর এটার এক্সটারনাল মাইক্রোফোনের কোন অপশন নেই। দোকানের স্টকের সবগুলো লেন্স ট্রাই করে দেখলাম, একই অবস্হা।
তাই হতাশ হয়ে পরদিন ফেরত দিলাম, এবং নিয়ে আসলাম Nikon D3100 (দাম $৬০০ + ট্যাক্স)। এটায় লেন্স VR (মানে হাত কাপলে ওটায় অপটিকাল ব্যবস্হা আছে), লো লাইট ছবি D3000 চেয়ে ভালো, তবে Canon T1i/500D এর চেয়ে একটু খারাপ, তবে লেন্সটা ক্যানন এর মতো এত সস্তা না।
এটাতেও ফুল HD ভিডিও আছে এবং এক্সটারনাল মাইক্রোফোনের কোন অপশন নেই। যদিও দোকানদার মেয়েটা হাসি মুখে বললো, সমস্যা হলে ১৪ দিনের মধ্যে নিয়ে এসো, আমার ধারণা এরপর গেলে সোজা ঘাড় ধরে বের করে দিবে।
এখন বিভিন্ন কোম্পানী ভিত্তিক একটা ছোট রিভিউ:
১। ক্যানন: একদম দারুন ক্যামেরা, একই দামের নিকনের চেয়ে অনেক অনেক বেশি অপশন , T1i/500D দারুণ; T2i/550D বেশি জোস, ভিডিও ফ্রেমরেট বেশি, ১৮ মেগাপিক্সেল; T3i/600D তো একেবারে অসাধারণ। সমস্যা একটাই, যে কিট লেন্সটা ক্যানন দেয়, এটা একদম কমদামী প্লাস্টিক।
জুম/ফোকাস রিং বালির মতো কিচকিচ শব্দ করে। তাই আপনার যদি ক্যামেরা কেনার পরও লেন্স কেনার জন্য হাতে টাকা থাকে, চোখ বন্ধ করে ক্যানন কিনতে পারেন।
২। নিকন: সব কাজের কাজি, ক্যামেরা লেন্স দুটাই মোটামোটি, আমাদের মতো যাদের ক্যামেরা কিনে ব্যাংক খালি হয়ে যায়, তাদের শেষ ভরসা। হাতে বেশি টাকা থাকলে নতুন Nikon D5100 বা D7000 দেখতে পারেন।
দারুণ ক্যামেরা।
৩। সনি: পছন্দসই একটাই সনি চোখে পড়লো, সনি a33 । তবে প্রফেশনালরা সনি ব্যবহার করে না, আর লেন্সের দাম বেশি, তাই দূরে থাকাই বু্দ্ধিমানের কাজ।
৪।
পেন্টাক্স: একদম জটিল ক্যামেরা, একই দামের Pentax k-r এ ৬ ফ্রেম/সেকেন্ড, ক্যামেরার ভেতর HDR। এমন সুবিধা ১০০০ ডলারে নিচে অন্য কোন ক্যামেরায় নেই। সমস্যা যেটা হলো, আমেরিকার বাইরে, এটার লেন্স অতটা সহজলভ্য না, তাই অনলাইনে লেন্স কেনা এবং পরে ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে। তবে কারো যদি নিকট ভবিষ্যতে লেন্স না কেনার ইচ্ছা থাকে, একটা ট্রাই দিতে পারেন। এই ক্যামেরার ছবি ১০০০ ডলারের নিচে যেকোন নিকন, ক্যাননের চেয়ে ভালো।
এখানে প্রবাদ আছে, "ফটোগ্রাফাররা পেন্টাক্স কিনে, বাকিরা নিকন কিনে "
হ্যাপী ফটোগ্রাফী !!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।