শাফিক আফতাব.................. মানুষের প্রজননে পশুর বীর্যের ছিটেফোটা থাকে পশুর বীর্যে থাকে মানুষের মানবীয় গুণাবলির কিছু গুণ জন্মের সময় তো প্রতিটি প্রাণ একই রকম ডাকে মানব শিশু মানুষ হয়,পেয়ে মানবতার নুন। তারপরও মানুষের ভেতরের পশুত্ব দমন হয় না কিছুতেই তাবৎ হিংস্রতাকে হার মানায় মানবের ঘরে জন্মানো শিশুটি স্বার্থের একটু এদিক সেদিক হলেই, আর রক্ষা নেই হায়েনার মতোন ছোটে, হিংস্রতায়, শিকারের পিছুটি। আমি মানুষকে ভালোবেসে দেখলাম, পশুত্ব মরেনা তার যেমন মরে না এ্যামিবার জীবাণু _ প্রায় দেখি,সুদঘুষ,কামক্রোধ আর চোরা কারবার ; ছাড় দেয় না কেউ, কিছুতেই ; এতটুকু পরমাণু। ভাত রাঁধার আগে যেমন শুভ্র জলে ধুয়ে নিই চাল মানুষ জন্মের আগে তা হলে, জন্মাতো না আবাল। ১৫.০৭.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।