আমাদের কথা খুঁজে নিন

   

নিশি কবিতা

শত শত বছর , এখানে রাত হল এখনও জেগে আছি বয়স কতটা পেরোল ? সময়ের সারসংক্ষেপ পিছে হেটে চলে যায় যেন ক্ষতিগ্রস্তা – অশুভ গর্ভধারিণী নিশাচর প্যাঁচা , সেও ঘুমিয়েছে কবে ! আমি একা জেগে আছি নিঃস্ব এ ভবে মনের গহীনে কত চাপা কথা , কত ব্যঞ্জন ফোটে শুধু আঁক দিয়ে কথা আঁকি নিবার্ক ঠোঁটে কোন কথা কাউকে এখনো বলিনি –শুধু আমি , এ নিশুতি রাত – এখনো জেগে আছি এখনো ঘুমাতে পারিনি যেখানে আলো ছিল , সাহসে কমতি ছিল না যখন কথা ছিল , বলতে মাত্রা ছিল না যেদিন আলো নেই - হীন আমি নীচ থেকে নীচে নামি অযোগ্য আমি ,বড় ভীরু ধরাধামে কেঁপে উঠি বার বার জীবনের নামে আজ নিশুতি এ স্মৃতি রাতে গান গেয়ে এক সাথে হাসবার মত কেউ নেই – যেন কখনও ছিল না এখানে রাত হল - শত শত বছর এখনো হাসি আমি এখনো কাঁদতে পারিনি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।