ভাঙা জোছনায় দক্ষিনের জানালায় বাতাসে হেলান দিয়ে দাঁড়িয়ে থেকো
আমার নিঃশব্দ বিচরণের পদধ্বনিতে তোমার চোখে ঘুমের বসতি গড়বে।
রাতের গভীরতা যখন অশ্বত্থের ডালে দীর্ঘশ্বাস গুণবে
আমার স্বশব্দ অপেক্ষার পাতা মরমরে শব্দে তোমাকে জাগাবে।
আবার, তুমি যখন বিছানায় ঘুমের গন্ধে বিভোর থাকবে
আমি তখন স্বপ্নের সীমানা পেরিয়ে 19-এর ঘরের নামতা পড়ব।
মাঝ রাতে তারা-আঁধারের মিতালি নশ্বরে অবিনশ্বর, তুমি সেই মিতালির
পদধ্বনি গুনো আর আমাকে অবসর দিও তোমাকে ভালবাসার।
ভোরের সপ্তর্ষী আমাকে পথ দেখায় জীবিকায়নের বিপথের
আর, তুমি দেখো ভালবাসার রঙিন ভোরের আগমনী গান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।