আমাদের কথা খুঁজে নিন

   

নিশি তৃষ্ণা ২

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।

কিঞ্চিৎ ১৮+, বাচ্চাদের প্রবেশ নিষেধ . . স্বর্গ সৌন্দর্য উপভোগ করি সতী লাবন্যে তার ঈর্ষা জাগে উন্মুক্ত তাকে কেন দেখে অন্ধকার হেলান দেয়া দেবীমুর্তির মায়ায় মস্তিস্কে স্বচ্ছ রক্ত সকল দুঃচিন্তা একেবারে ভুলে নরম সত্তা হয় শক্ত। পাগল ভরে ডানে বামে চায় চোখ মেলে সে খোঁজে অন্ধকারের গভীরে চায় যেন বিশ্রামে মাথা গোঁজে আজীবন যেন মাখবে সে মধুসুধা এমন ভাবটি করে ক্লান্তি বিহীন খুঁড়বে সে জমিন এই আশাতে মরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।