আমাদের কথা খুঁজে নিন

   

নিশি

তোমাকে ছাড়া বাচতে পারবো না.....

নিশি রাতের নীল নেশায় মগ্ন চৈতন্যে কে শীষ দিয়ে যায় কার প্ররোচনায়? মিথিলার মেঘলা কেশের মতোই দীঘল এ নিশিরাত। মায়াবি জোনাকির দল এবং সুরেলা ঝিঁঝিরা ঋতুবতি হয়ে ওঠে নিশির মাতাল মিলনে। এমন নিশিতেই কেবল বলা যায় আমি হবো অন্ধকারের প্রলয় মুক্ত রাঙা সূর্য আমার চাই-চাই-ই বুকে জাগে অনুরণন, রক্তে সুনামি ঢেউ। কোথায় হে অন্ধকারের হনুমান? দূর হ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সীমানা থেকে না হয় তোমায় গিলে খাবো, পথ পাবে না পালাবার। মিথিলার অভিমানি মুখের আদলে এখনো ঝুলে আছে শুক্লা পক্ষের শশী বাংলার কোন মায়ের পুত চেয়েছিল রূপ রসহীন এমন প্রলম্বিত নিশি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।