আমি সত্যের এবং সুন্দরের পুজারী। কজন মানুষের সাথে হাসিমুখে মিষ্টি ভাষায় যারা কথা বলে তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা । আর যারা নিজেদের অনেক বড় ভাবে, তাদের প্রতি আমার রয়েছে করুণা । যেটা আমার কাছে ভুল মনে হয় , তার তাত্ক্ষণিক যুক্তিসম্মত প্রতিবাদ করতে আমার ব বিপিএল এর দ্বিতীয় সেমিফাইনাল।
ঢাকা গ্লাডিয়েটরস বনাম খুলনা রয়েল বেঙ্গল ।
ঢাকা ( উত্তর/ দক্ষিণ ) ‘র বাসিন্দা আমি, মহা সমারোহে বসলাম টিভির সামনে। ঢাকা গ্লাডিয়েটরস এর খেলোয়াড় তালিকা দেখে একটু অস্বস্তি অনুভব করলাম। অর্ধেক পাকিস্তান আমার অর্ধেক বাংলাদেশ ! দলের ৫ বিদেশি ই পাকিস্তানি !
যাই হোক পাকিস্তানি হলেও খেলোয়াড় ভাল। তাছাড়া অধিনায়ক তো আমাদের মাশরাফি ই ! কিন্তু স্টিভেন্স, পোলারড থাকতে যা মনে হয়নি। কেন জানি এখন তাই মনে হচ্ছে।
কেন জানি দল টাকে পাকিস্তান এর একটা দল মনে হচ্ছে।
মাশরাফি ই অধিনায়ক তো ! কিন্তু মাঠে যেন আফ্রিদির ই কর্তৃত্ব !
পাকিস্তানীরা অবশ্য ই ভালো খেলে। কিন্তু একটা করে উইকেট পেলে আজহার মাহমুদ, ইমরান নাজির, রানা নাভেদ নিজেদের মাঝে যেমন ভাবে উল্লাস প্রকাশ করছিল, কেন জানি চোখে লাগছিল !
ইলিয়াস সানি বল ধরতে না পারলে তার প্রতি আজহার মাহমুদ / রানা নাভেদ দের অবজ্ঞাসুলভ আচরণ কেন জানি মেনে নিতে পারছিলাম না। আর তাই ঢাকা র সাপোর্টার হয়েও যখন খুলনা অধিনায়ক সাকিব আল হাসান , নাসির কে নিয়ে বীরের মত যুদ্ধ করে যাচ্ছিল, তখন খুব ই অহংকার হচ্ছিল, ঢাকার সাপোর্টার হিসেবে না, বাংলাদেশি হিসাবে ।
মনে হচ্ছিল সাকিব ঢাকার সাথে না, বরং বাংলাদেশের হয়ে আফ্রিদি, আজমল, আজহার কে মোকাবিলা করে যাচ্ছে অসাধারণ ভাবে।
সাকিব কেই মনে হল একমাত্র বাংলাদেশি, যে তার ব্যক্তিত্ব, খেলা , দিয়ে গিবস, জয়াসুরিয়া, চন্দরপল এর মত খেলোয়াড়দের কে ও তার নেতৃত্ব দিয়ে মুগ্ধ করেছে। সাকিব এর অনেক অসাধারণ খেলা দেখার সৌভাগ্য হয়েছে। আশা করি সে আরো ভাল খেলবে। আর সাকিব যদি অধিনায়ক না হয়, আমি চাই মাশরাফি না, মুশফিক ই অধিনায়ক থাকুক।
আর চ্যাম্পিয়ন্স লীগ এ যদি ঢাকা গ্লাডী্যেটরস খেলার সুযোগ হয়, আমি নিশ্চিত, চ্যানেল।
সাংবাদিক রা ইমরান নাজির, আফ্রিদি, আজমল, রানা নাভেদ , আজহার মাহমুদ দের কেই তুলে ধরবে। আশরাফুল, মাশরাফি, সানি, আফতাব, নাজিম, আনামুল, মোশাররফ রুবেল কে হয়ত কেউ গণনাই করবে না। এর চেয়ে পোলার্ড, স্টিভেন্স থাকলেই ভাল হত ! বা খুলনা চ্যাম্পিয়ন হলেই হয়ত ভাল হত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।