নিজ সত্তার অভাবে মানুষের অন্তর পরিবর্তন হয় শুন্য আত্মায় আর শূন্য আত্মার নিজস্ব কোনও কথা থাকেনা................................... এই কিছুদিন আগেও আঁধার ছিল ঐ রাজ্যে, অনেকটা দিন আলোর দেখা পায়নি শহর । হঠাৎ তন্দ্রাছন্নতা ভঙ্গ করে হানা দেয় এক অদৃশ্য স্বপ্ন ! অপরিকল্পিত নেশা , ভিতরে দুরুদুরু ভয় । বহু সংকীর্ণতার জাল পেরিয়ে , অদৃশ্য সেই স্বপ্নের বীজই কে যেন দিলো বুনে !! রাত যায় যায় করে ,দিনের আলো আর মেলে না রাজ্যে ; হঠাৎ , অদূরে আবছা আলোর দেখা _______ পরদিন খুব সকালে সোনালি রুদ্দুরে ছোট্ট অঙ্কুরের সাক্ষাৎ ! এমনি করে ধীরে ধীরে অঙ্কুরটি তার কচি সবুজ পাতা ছড়াচ্ছে , আর, রাজ্যটার সেই আঁধার ও কেটে গেছে! প্রতিদিন ভালোবাসার সূর্যের আলোয় কচি সবুজ পাতা গুলো এখন রীতিমত হেসে লুটোপুটি খায় !!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।