এই ছবি ২০১১ সালে ন্যাশনাল জিওগ্রাফির তোলা সেরা ১০টি ছবির একটি হিসাবে ধারণা করা হয়। ছবিটি দেখুন, মরুভূমিতে কতোগুলো কালো উট এর ছবি, হা ঠিক কিন্তু আপনি যে কালো উটগুলো দেখছেন, আসলে তা হচ্ছে উটগুলোর ছায়া, আর কালো উটের সারির নিচে খুবই ছোট সাদা রং এর যে সারি দেখছে তাই হচ্ছে আসল উট যা সূর্যের আলোতে ঐ উটের বিশালাকার ছায়া তৈরি করেছে এবং এই ছবিটি বিমান থেকে তোলা যা যেকোন মানুষকে বিভান্তিতে ফেলে দিবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।