আমাদের কথা খুঁজে নিন

   

সংখ্যা বিজ্ঞান-আমি একটু আগে অবাক হয়ার মত কিছু তথ্য পেলাম । পুরাই অবাক হয়ে থাকলাম কিছু-সময়


সংখ্যা বিজ্ঞান ও রাশি ফল একটি চরম জিনিস। আমি এটি নিয়ে মাঝে মাঝে ভাবি। অবশ্য প্রতি শনিবার এ প্রথম আলো পত্রিকা হাতে পেলে খুজি "ছুটির দিনে"। তার পর নিজের অজান্তেই রাশি ফল এ চলে যাই আর হাসি। কেন না যখন লেখা থাকে " আজ আপনার জন্য অর্থ ভাগ্য শুভ" বা আজ আপনার মনের মানুষের খোজ পাবেন বা এই জাতীয়... আর কি।

ভালোই... ঠোটের কোনে রহস্য জনক হাসি চলে আসে। আবার এটা ভাবার কোন কারন নাই যে , আমি মনের মানুষের খোজে আছি। আমি এ সবে মোটেই বিশবাসি নই।
যাই হোক এই রাশি ফল ও সংখ্যা বিজ্ঞান নিয়ে অনেক বই পড়েছি। আসলে ছোট থেকে বই এর পোকা ছিলাম।

সারাদিন চেস্টায় থাকতাম রাশি জাতীয় বই,তিন গোয়েন্দা, মাসুদ রানা এবং শেষে হিমু ও মিসির আলী সিরিজ এর পোকা।
পেশা গত ভাবে তেমন কিছুই করিনা, ছাত্র । সেই  জন্মের পর থেকে যেদিন থেকে একটু বুঝি সে দিন থেকেই আমি ছাত্র। আজও তাই। সাথে ছোট্ট একটা জিনিস যোগ হয়েছে মনে হয়।

টুক টাক ফ্রী-ল্যান্সিং।
তো যাই হোক আজ এই সংখ্যা বিজ্ঞান নিয়ে ঘাটা-ঘাটি করলাম ওয়েব সাইটে। খোজ পেলাম এক , সংখ্যা বিজ্ঞানীর ওয়েব সাইট। ইউনাইটেড স্টেট এর হলিউডের বিখ্যাত সংখ্যা-বিজ্ঞানী। তো তিনি জন্ম সাল ও তারিখ নিয়ে , মানুষের ব্যাক্তি গত লাইফের কিছু প্রোয়োজনীয় তথ্য দিয়ে দেয়।


আমি একটু আগে অবাক হয়ার মত কিছু তথ্য পেলাম । পুরাই অবাক হয়ে থাকলাম কিছু-সময়। তারপর মনটা কেন জানি ভালো হয়ে গেল। আর ভাবলাম টেক-টিউন্স এর সকল কে জানাই ব্যাপার টা।
আপনি ভাবতেও পারবেন না!
আপনিও চাইলে দেখতে পারেন।

আপনার জন্য যে সকল নিউজ পাবেন, তা আপনার মনের ভিতরের কিন্তু ধারনার বাহিরের কিছু...
টেনশনের কারন নাই। টাকা লাগবে না...
লিঙ্ক- ক্লিক করুন

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.